৪০তম বিসিএস পরীক্ষা-২০১৮ এর ভাইভা স্থগিত

৪০তম বিসিএস পরীক্ষা-২০১৮ এর ভাইভা স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) পিএসসির ক্যাডার শাখার পরিচালক মো. নেয়ামত উল্যাহ্ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।40th BCS Viva Exam Postponed

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৩০ জানুয়ারি থেকে জনুষ্ঠেয় ৪০তম বিসিএসসের মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো। তবে আগামী ২৭ জানুয়ারি তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।\

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

পরীক্ষার্থীরা যাতে স্থগিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন সেজন্য পরীক্ষার্থীদের প্রস্তুত থাকতে পিএসসির বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। এর আগে গেল বছর ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়।

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে।