২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা টেবুলেশন শিট বিতরণ শুরু করছে মাদরাসা শিক্ষা বোর্ড। আগামী ২৫ এপ্রিল থেকে বোর্ড ও বোর্ডের ৮টি আঞ্চলিক কার্যালয় থেকে এদিন আলিমে উত্তীর্ণদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। শুধুমাত্র ঢাকা বিভাগের শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বিতরণ করা হবে। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, আলিমের একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিতে মাদরাসার নিজস্ব প্যাডে প্রতিষ্ঠান প্রধানদের আবেদন করতে বলেছে মাদরাসা শিক্ষা বোর্ড। আবেদনে অবশ্যই কমিটির সভাপতির প্রতিস্বাক্ষর নিয়ে আসতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। প্রতিনিধির মাধ্যমে একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে স্বাক্ষর সত্যায়ন করে আনতে হবে।

আর কোনো মাদরাসার কমিটি না থাকলে জেলা প্রশাসক বা উপজেলা নিবার্হী কর্মকর্তার প্রতিস্বাক্ষরসহ আবেদন বোর্ডে জমা দিতে বলা হয়েছে।
ট্রান্সস্ক্রিপ্ট গ্রহণের পর কোনো ভুল ত্রুটি দেখা দিলে সাত দিনের মধ্যে লিখিতভাবে বোর্ডকে জানাতে বলা হয়েছে।