২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার উপস্থিতিপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার উপস্থিতিপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি এবং ২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Emergency notification regarding printing and distribution of attendance papers of Honours 4th-year examination of 2020 and urgent notification regarding printing and distribution of admission papers of Honors 4th year examination of 2021 has been published.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষের নতুন রুটিন গত নভেম্বর মাসে (২৪/১১/২০২১) প্রকাশিত হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে ২৯/৩০/২০২১ তারিখ হতে এবং শেষ হবে ০৬/০২/২০২১ তারিখে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু। শিক্ষার্থীদের নিজ কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে৷ পরীক্ষা শুরু ২৯ ডিসেম্বর।

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার উপস্থিতিপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কোন বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র না পাওয়া যায় বা প্রবেশপত্রে কোন প্রকার ভুল থাকে তাহলে ২৭/১২/২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখায় আবেদন করতে হবে। প্রবেশপত্রে কোন প্রকার সংশােধন কলেজবা কেন্দ্র কর্তৃক করা যাবে না। উল্লেখিত তারিখের পর কোন ক্রমেই অভিযােগ গ্রহণ করা হবে না।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার উপস্থিতিপত্র www.nu.ac.bd/admit ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। College Login করে সংশ্লিষ্ট সকল কলেজ কেন্দ্রকে পরীক্ষার্থীর উপস্থিতিপত্র ডাউনলােড করে প্রিন্ট নিয়ে পরীক্ষার্থীদের তথ্য যাচাই করে পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।