41st BCS written Exam Result 2022 ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার রেজাল্ট ২০২২

41st BCS written Exam Result 2022 চেক লিংক bpsc.gov.bd ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার রেজাল্ট ২০২২ তৈরির কাজ প্রায় শেষ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষকদের খাতা দেখতে ভুল করা এবং সঠিক সময়ে রেজাল্ট তৈরি করে তা জমা দিতে না পারার কারণে ফল তৈরিতে বিলম্ব হয়েছে। তবে সব ভুল সংশোধন করে ফল প্রকাশের একদম দ্বারপ্রান্তে চলে এসেছে পিএসসি। এখন নম্বর গণনায় কোনো ভুল হয়েছে কিনা সেটি দেখা হচ্ছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

ওই সূত্র আরও জানায়, আগামীকাল বৃহস্পতিবার পিএসসি’র পূর্ণ কমিশন সভা হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার সভা হলে এদিন বিকালে ফল প্রকাশ করা হবে চেক লিংক bpsc.gov.bd। তবে বৃহস্পতিবার পূর্ণ কমিশন সভা না হলে আগামী রোববার অথবা সোমবার ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তারাই লিখিত পরীক্ষায় অংশ নেন। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন পদে দুই হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা বলা হয়।