উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২ Open University (BOU) SSC Exam Results 2022

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২ Open University (BOU) SSC Exam Results 2022 বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে প্রথম দিনের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এসএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল গতকাল প্রকাশ হয়েছে। পাসের হার শতকরা ৭৯ দশমিক ১৫।বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০২২ সালের এসএসসি প্রোগ্রামের ফল প্রকাশ করা হয়েছে। আজ এসএসসি ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফল ও চূড়ান্ত ফল প্রকাশিত হয়।

রবিবার (২০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো: আব্দুল হাই (বাবু)। তিনি বলেন, এবার বাউবির এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ৪৭,৮০২ (সাতচল্লিশ হাজার আটশত দুই) জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে চূড়ান্ত পরীক্ষায় ২২,২৭১ ((বাইশ হাজার দুইশত একাত্তর) জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ১৪,৬০৮ (চৌদ্দ হাজার ছয়শত আট) জন শিক্ষার্র্থী কৃতকার্য হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

পাশের হার ৬৫ দশমিক ৫৯ ভাগ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৯,০০৩ (নয় হাজার তিন) জন ছাত্র এবং ৫,৬০৫ (পাঁচ হাজার ছয়শত পাঁচ) জন ছাত্রী। একইসাথে ১ম বর্ষের ২৫, ৫৩১ (পঁচিশ হাজার পাঁচশত একত্রিশ) জন শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২ Open University (BOU) SSC Exam Results 2022

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২ Open University (BOU) SSC Exam Results 2022

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ফলাফল www.bou.ac.bd এবং ১ম ও ২য় বর্ষের ফলাফল exam.bou.ac.bd ঠিকানায় পাওয়া যাবে।

First, enter the website bou.edu.bd / https://www.bou.org.bd/result/show_result.php of Bangladesh Open University.

Now the SSC has to be selected.

Enter your ID number in the text box and click on “Search Result”., you will see your open SSC Result 2021.

অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, পিছিয়ে পড়া নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বাউবির শিক্ষা সেবা পৌঁছে দিয়ে তাদেরকে কর্মমুখী শিক্ষায় দক্ষতা বৃদ্ধি করে জনসম্পদে রূপান্তর করাই বাউবির অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.