বুয়েট স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল 2021

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল 2021 প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। Bangladesh University of Engineering (BUET) Graduation Admission Test Results 2021 has been released. The results were published on BUET’s admissions website on Thursday night.

এবছর প্রিলিমিনারিতে অংশ নেয় ২৪ হাজার শিক্ষার্থী। সেখান থেকে বাছাইকৃত ৬ হাজার শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে আর্কিটেকচার বিভাগসহ ১ হাজার ২১৫ জন শিক্ষার্থী সুযোগ পাবে বুয়েটে পড়ার।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

BUET undergraduate admission test 2020-2021

Selected Candidates (Engineering & URP) Waiting Candidates (Engineering & URP)

Selected Candidates (Architecture) Waiting Candidates (Architecture)

ভর্তি পরীক্ষার ফলাফল এবং বিস্তারিত তথ্যে দেখুন এখানে http://ugadmission.buet.ac.bd/

ফলাফলে দেখা গেছে, বুয়েটের ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মেফতাহুল আলম সিয়াম। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ৫০৬১৫। তাছাড়া আর্কিটেকচার বিভাগের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে নাবিলা তাবাসসুম নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ৯০৩১৯।

তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার তৃতীয় স্থান অধিকার করেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী সিয়াম। এর আগে চলতি বছরের মেডিকেলের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৫৯তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন সিয়াম।