আজ শেষ হচ্ছে একাদশ শ্রেণির ভর্তির নির্বাচিত শিক্ষার্থীদের প্রাথমিক নিশ্চায়নের সময়সীমা

আজ ০৬/০২/২০২২ তারিখ সন্ধ্যা ৮:০০ টায় শেষ হচ্ছে একাদশ শ্রেণির ভর্তির নির্বাচিত শিক্ষার্থীদের প্রাথমিক নিশ্চায়নের সময়সীমা। শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ফলাফল ও আবেদন বাতিল হবে এবং আবেদনকারীকে পুনরায় আবেদন ফি সহ আবেদন করতে হবে।
যারা মেধা তালিকায় স্থান পায়নি বা ভর্তি নিশ্চায়ন করবে নাহ, তারা আগামী ০৭/০২/২০২২ইং তারিখ থেকে ০৮/০২/২০২২ইং তারিখ (রাত ৮ঃ০০ পর্যন্ত) ২য় পর্যায়ে আবেদন ফি জমা দিয়ে কমপক্ষে ৫ টি কলেজ এবং সর্বোচ্চ ১০ টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে পারবে।

প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করলে সর্বোচ্চ ২ (দুই) বার স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন প্রক্রিয়া চালনা করা হবে অর্থাৎ প্রাথমিক নিশ্চায়নের পরও সর্বোচ্চ ২ (দুই) বার একজন শিক্ষার্থীর কলেজ নির্বাচন পরিবর্তন হতে পারে। প্রতি পর্যায়ে পছন্দক্রমানুযায়ী অটোমাইগ্রেশন হবে এবং মাইগ্রেশন সর্বদাই পছন্দক্রমানুসারে উপরের দিকে যাবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

২য় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল এবং ১ম মাইগ্রেশানের ফলাফল প্রকাশ করা হবেঃ ১০/০২/২০২২ (রাত ৮.০০ টায়)
শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ১৯/০২/২০২২ হতে ২৪/০২/২০২২ পর্যন্ত। ক্লাস শুরুর তারিখ ০২/০৩/২০২২। The deadline for the initial confirmation of class XI admission ends today.