দাখিল পরীক্ষার ফরম পূরণ ২০২২ বিজ্ঞপ্তি

দাখিল পরীক্ষার ফরম পূরণ ২০২২ বিজ্ঞপ্তি। ১০০ টাকা জরিমানা বা বিলম্ব ফি দিয়ে শিক্ষার্থীদের দাখিল পরীক্ষার ফরম পূরণ চলছে। আগামী বৃহস্পতিবার (১৯ মে ২০২২) পর্যন্ত দাখিল পরীক্ষায় অংশ নেয়ার ফরম পূরণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। মাদারাসা শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এর আগে, গত ১৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত দাখিল পরীক্ষার ফরম পূরণ চলে। ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা ফি জমা দেয়ার সুযোগ পেয়েছিলে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

বিজ্ঞপ্তিতে বোর্ড বলেছে, ইতোপূর্বে প্রকাশিত ফরম পূরণের বিজ্ঞপ্তির সব শর্ত বহাল রেখে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ ১৯ মে পর্যন্ত ও ফি জমা দেয়ার সময় বৃদ্ধি করা হয়েছে। এরপর ফরম পূরণ ও ফি জমা দেয়ার সময় কোনো অবস্থাতেই বাড়ানো হবে না। গত ২৬ এপ্রিল থেকে বর্ধিত সময়ে শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয়।

মাদরাসা শিক্ষা বোর্ড প্রকাশিত দাখিলের ফরম পূরণ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান বিভাগের দাখিল পরীক্ষার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮১৫ টাকা। আর সাধারণ, মুজাব্বিদ ও হিফজুল কুরআন বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ১ হাজার ৫৪৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফিয়ের ১ হাজার ৩৭৫ টাকা বোর্ড ফি ও ৪৪০ টাকা কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে। আর সাধারণ, মুজাব্বিদ ও হিফজুল কুরআন বিভাগের শিক্ষার্থীদের মোট ফিয়ের ১ হাজার ১৮৫ টাকা বোর্ড ফি ও ৩৬০ টাকা কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে। বর্ধিত সময়ে ফরম পূরণ করতে এর সঙ্গে আরও ১০০ টাকা বিলম্ব ফি দিতে হবে শিক্ষার্থীদের।