ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার অনলাইন ফরম পূরনের নিয়ম ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার অনলাইন ফরম পূরনের Online ডাটা আজ ৭/১১/২০২২ তারিখ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ডিগ্রি ১ম বর্ষ নিয়মিত ও প্রাইভেট কোর্সের শিক্ষার্থীরা শুধুমাত্র ডিগ্রির রেজিষ্ট্রেশন নং ও মোবাইল নম্বর দিয়ে অনলাইন ফর্মপূরণ করতে পারবেন।

যেভাবে ফরমপূরণ করবেনঃ
উক্ত ওয়েবসাইট(http://www.nubd.info/degree-pass/) প্রবেশ করে শুধুমাত্র আপনার ডিগ্রির রেজিস্ট্রেশন নম্বর এবং মোবাইল নং দিয়ে সাবমিট করতে হবে। তারপর পিডিএফ ফাইলটি ডাউনলোড করে, যেকোনো কম্পিউটার দোকান থেকে কালার প্রিন্ট কপি বের করে কলেজ নোটিশ অনুযায়ী টাকাসহ, প্রয়োজনীয় কাগজপত্র কলেজে জমা দিতে হবে।[প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে: ডিগ্রির রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি,অনলাইনে পূরণকৃত ফরমটি, পাসপোর্ট সাইজের ছবি ২কপি এবং টাকা]

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

যারা ইমপ্রুভমেন্ট দিবেন তাদের ডাটা ওয়েবসাইটে আপলোড করা হয়নি, তাই ডিগ্রির রেজিষ্ট্রেশন নম্বর দেওয়ার পর “Data Not Found” শো করবে। আপনাদের অনলাইন ডাটাগুলো আরও কয়েকদিন পর ওয়েবসাইটে আপলোড করা হবে। ১০ তারিখের পর ওয়েবসাইটে চেষ্টা করবেন।

ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার অনলাইন ফরম পূরনের নিয়ম ২০২২ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার অনলাইন ফরম পূরনের নিয়ম ২০২২ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার অনলাইন ফরম পূরনের নিয়ম ২০২১

২০২১ সালের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ করা যাবে ২৮/১১/২০২২ইং পর্যন্ত। (শিক্ষার্থী কর্তৃক)

বি দ্রঃ এ কার্যক্রমে অংশগ্রহণ করবে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নিয়মিত,২০১৮-২০১৯,২০১৭-২০১৮,২০১৬-২০১৭ ও ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা। NU Degree 1st year exam online form filling rules 2021

ফরমপূরন সময়সীমা বৃদ্ধি ডিগ্রি_১ম_বর্ষ(২০১৯-২০ সেশন)
২০২০ সালের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে।
সময়সীমাঃ ১৪/১১/২০২১ইং তারিখ হতে ০২/১২/২০২১ইং তারিখ পর্যন্ত (শিক্ষার্থী কর্তৃক)

***যারা এখনো পরীক্ষার ফর্মপূরণ করতে পারেননি, উক্ত সময়ের মধ্যে ফর্মপূরণ সম্পন্ন করবেন***

বি;দ্রঃ এ কার্যক্রমে অংশগ্রহণ করবে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নিয়মিত,২০১৮-২০১৯,২০১৭-২০১৮,২০১৬-২০১৭, ২০১৫-২০১৬ ও ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।

২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এমফিল প্রোগ্রাম বাংলা, আরবি, ইসলামিক স্টাডিজ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় সমূহের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য ফিসমূহ জমা প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি।

২০১৯-২০২০ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা ২০২০ এর ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি।

ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাস ( বিশেষ ) পরীক্ষা ২০১৮ এর ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত পুনঃবিজ্ঞপ্তি।

ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাস ( বিশেষ ) পরীক্ষা ২০১৮ পরীক্ষা অনুষ্ঠান সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।