ডিগ্রি ১ম বর্ষ শ্রেণির ভর্তি ২য় মেধা তালিকায় কোর্স পরিবর্তন এবং কোটায় মেধা তালিকা 2022

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ডিগ্রি ১ম বর্ষ শ্রেণির ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন এবং কোটায় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি Merit list of degree admission quota and 2nd merit list course change results

আগামী ৩১ জানুয়ারি ২০২২ তারিখ বিকাল ৪ টায় কোটায় মেধা তালিকা ও ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তনের ফলাফল প্রকাশ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কোটায় মেধা তালিকা ও মাইগ্রেশান রেজাল্ট

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

ডিগ্রি ১ম বর্ষ শ্রেণির ভর্তি ২য় মেধা তালিকায় কোর্স পরিবর্তন এবং কোটায় মেধা তালিকা 2022

উক্ত ফলাফল জানতে SMS করবেনঃ
(nu<space>atdg<space>roll no টাইপ করে Send করতে হবে 16222 নম্বরে।)
অনলাইনে যেভাবে ফলাফল চেক করবেনঃ
উক্ত ওয়েবসাইট(http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Degree%20Pass)-এ আপনার আবেদনের Admission Roll No. ও PIN(আবেদন ফর্মে পাবেন) দিয়ে লগইন করলে ফলাফল প্রদর্শিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কোটায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে ৩১/০১/২০২২ থেকে ৫/০২/২০২২ তারিখের মধ্যে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত বিস্তারিত স্ব স্ব কলেজ নোটিশ দিয়ে জানাবে। কলেজ নোটিশ অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.