৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহ

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহ কার্যক্রম হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুলে সশরীরে পাঠদান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তাই চলতি বছরের অর্থাৎ ২০২২ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

গতবছরও অর্থাৎ ২০২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলেছিলো। কিন্তু গতবছরের সেপ্টেম্বরে স্কুলে সশরীরে ক্লাস শুরু হওয়ায় পরও সে কার্যক্রম চলেছে। এ বছর আবারও সশরীরে পাঠদান বন্ধ হওয়ায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ২০২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে।

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহ

জানা গেছে, ইতোমধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং দাখিল ও আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। এবার ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদেরও অ্যাসাইনমেন্ট করতে হবে।

অ্যাসাইনমেন্ট পাঠানোর নির্দেশনায় অধিদপ্তর বলছে, অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে পালন করা হবে। মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করতে শিক্ষকদের বলা হয়েছে।

আমাদের ওয়েবসাইটের পাঠকদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তুলে ধরা হলো।

First week of assignments for students of classes 6th to 10th অ্যাসাইনমেন্ট দেখতে ক্লিক করুন :