অনার্স ২য় রিলিজ স্লিপের ফলাফল 2023 NU Honours 2nd Release Slip Result অনার্স ১ম বর্ষ ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের রেজাল্ট 2023 NU Honours 2nd Release Slip Result। আমাদের ওয়েবসাইটে রিলিজ স্লিপের ফলাফল কিভাবে মেসেজে এবং অনলাইনে দেখতে হয় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। উল্লেখ্য, দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ১২ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে উক্ত ভর্তি বাতিল করে অনলাইলে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ঐ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা আগামী ২ অক্টোবর বিকাল ৪টায় প্রকাশ করা হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

অনার্স ২য় রিলিজ স্লিপের ফলাফল 2023 অনার্স ১ম বর্ষ ভর্তি

অনার্স ২য় রিলিজ স্লিপের ফলাফল 2022 অনার্স ১ম বর্ষ ভর্তিঅনার্স ১ম বর্ষের ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের রেজাল্ট 2021

রেজাল্ট জানতে SMS করার নিয়ম

(nu<space>athn<space>roll no টাইপ করে Send করতে হবে 16222 নম্বরে।)

অনলাইনে ফলাফল চেক করার লিংক Admission Home (nu.edu.bd) http://app1.nu.edu.bd/

২য় রিলিজ স্লিপে প্রাথমিক আবেদন দেখতে হলে প্রার্থীকে প্রথমে http://app8.nu.edu.bd/nu-web/applicantLogin.action  রোল এবং পিন নাম্বার দিয়ে লগইন করতে হবে।

রিলিজ স্লিপে চান্স প্রাপ্ত কলেজ ও সাবজেক্ট পরিবর্তন করার কোন সুযোগ নেই।

ভর্তির সময় যেসকল কাগজপত্র লাগবে:

১. SSC & HSC মূল মার্কশীট ও ২/৪ কপি ফটোকপি
২. SSC & HSC প্রশংসাপত্র মূলকপি
৩. SSC & HSC রেজিস্ট্রেশন কার্ডের ২/৪ কপি ফটোকপি
৪. সদ্য তোলা ৪/৬ টি পাসপোর্ট সাইজের এবং ১/২ টি স্ট্যাম্প সাইজের ছবি
৫. অনলাইনে প্রাথমিক আবেদনের প্রিন্ট কপি
যেটা আবেদন করার পর দিয়েছে
৬. অনলাইনে ভর্তিফরম পূরণ কৃত ফরমের এর প্রিন্ট কপি
যেটা চান্স পেলে পূরন করতে পারবেন
৭. ভর্তি ফি বাবদ: টাকা।
সরকারি কলেজে হলে ৫০০০ টাকা (কম বেশী হতে পারে)
বেসরকারি কলেজ হলে ১০০০০ টাকা (কম বেশী হতে পারে)

উপরের সকল কিছু দ্রুত সময়ে ঘুছিয়ে হাতের কাছে রাখুন, পরবর্তীতে হযরানি থেকে রক্ষা পেতে চাইলে। কলেজ ভেদে ডকুমেন্ট, ভর্তির তারিখ এবং টাকার পরিমাণ ভিন্ন হতে পারে,ভর্তি হওয়ার আগে কলেজের নোটিশ দেখে নিবেন যে কি কি জমা দিতে হবে।

বিঃদ্রঃ মূলকপি জমা দেওয়ার আগে অবশ্যই কমপক্ষে ১০ কপি করে ফটোকপি করে রাখবেন।

আপনার রোল ও পিন নাম্বার কারো কাছে শেয়ার করবেন না । ভর্তি সংক্রান্ত আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইন শা আল্লাহ। Regarding 2nd release slip merit list for 1st year honours admission 2020-2021/ Result of Honors 1st Year 2nd and Latest Release Slip 2021