জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথম বর্ষে ভর্তির আবেদন বিজ্ঞপ্তি ২০২১

২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে। প্রতি ইউনিটের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। Jagannath University (JU) First Year Admission Application Notification 2021

মঙ্গলবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ও‌হেদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথম বর্ষে ভর্তির আবেদন বিজ্ঞপ্তি ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথম বর্ষে ভর্তির আবেদন বিজ্ঞপ্তি ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২২

রেজিস্ট্রার দফতর সূত্র জানায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অবশ্যই এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ইউনিট-১ (বিজ্ঞান শাখা)-এর জন্য ন্যূনতম জিপিএ ৮.০ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০-এর নিচে নয়), ইউনিট-২ (মানবিক শখা)-এর জন্য ন্যূনতম জিপিএ ৭.৫ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০-এর নিচে নয়) এবং ইউনিট-৩ (বাণিজ্য শাখা)-এর জন্য ন্যূনতম জিপিএ ৮.০ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০-এর নিচে নয়) থাকতে হবে।

নাট্যকলা, চারুকলা, সঙ্গীত, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ভর্তির আবেদনের জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.০ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২.৫-এর নিচে নয়) থাকতে হবে।

ভর্তি ফলাফল / রেজাল্ট সংক্রান্ত সব তথ্য http://admission.jnu.ac.bd অথবা http://admissionjnu.info ওয়েবসাইট দু’টিতে পাওয়া যাবে।

Applications for admission in the first year of Jagannath University (JU) will be started from November 15 for the students who have got the results of the admission test of 20 general and science and technology universities. The application fee for each unit has been fixed at Tk. 800. Applications can be submitted till November 25. Jagannath University (JU) First Year Admission Application Notification 2021. Tuesday (November 9) University Registrar Engineer. This information has been given in a notification signed by Oheduzzaman.