Medical Admission Question Solution 2021-2022 MBBS মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান

Medical Admission Question Solution 2021-2022 MBBS মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান MBBS এমবিবিএস (২০২১-২২ শিক্ষাবর্ষের) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়েছে। চলবে বেলা ১১টা পর্যন্ত। এ বছর মোট এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। সারাদেশে সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী।

গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়। ১৫ মার্চ রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ ও ১৬ মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষার ফি’র টাকা জমা নেওয়া হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এ বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরীতে ১৮টি কেন্দ্রে মোট ৬১ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। এরইমধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে পরীক্ষা কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা নিষিদ্ধ করা হয়েছে।

১.যকৃতের কোন খন্ডে পিত্তথলি – ডান খন্ডে
২.বহিক্ষরা নয় কোনটা? -থাইরয়েড
৩.goblet kotha thak khorito hy-মিউকোসা
৪.হাইড্রার লম্বা দূরত্ব অতিক্রম কোনটা দিয়ে-লুপিং
৫.অগ্নাশয়ে কোন এনজাইম থাকে না-টায়ালিন
৬.মাথার খুলি তে কয়টি আস্থি-২৯
৭. গ্রোথ হরমোন তৈরি – পিটুইটারিই হবে
(তৈরি ক্ষরণ দুইটাই পিটুইটারি)
৮.ঘাস ফড়িং এর রক্ত কণিকা কোনটা-হিমোসাইট
৯.Attenuated vaccine – BCG

১০. ম্যাক্রোফেজ তৈরি হয় – মনোসাইট থেকে
১১. Algae অযৌন জনন – স্পোর
১২.কুড়ি তৈরি হয় – গোলাপ
১৩.প্রশ্বাসে বায়ুতে কার্বনডাইঅক্সাইড -০.০৪%
১৪.কম তাপমাত্রায় সংরক্ষিত হয় – বীজ
১৫.গলগি বডি কোনটা সংশ্লেষ করে না/কাজ নয়?-রাইবোজোম
১৬.ইন্সুলিন কিভাবে তৈরি হয়?- DNA Recombination
১৭. ক্রেবস চক্র – মাইট্রোকন্ড্রিয়া
১৮.মানুষের সোমাটিক কোষে কয়টি অটোসম থাকে?-৪৪
১৯. আমিষ পরিপাকের এনজাইম – পেপসিন
২০. সবচেয়ে বড় পর্ব – আর্থোপোডা

২১. ভাইরাসের বংশবৃদ্ধি প্রতিরোধ – ইন্টারফেরন
২২. পানিতে অদ্রবণীয় প্রোটিন – গ্লুটেলিন
২৩. ভ্রূণে RBC – প্লীহা
২৪. ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান – কাইটিন
২৫. ফসফোলিপিড কোনটা – লেসিথিন
২৬. নেমাটোসিস্টে কি থাকে /হাইড্রার বিষাক্ত তরল- হিপনোটক্সিন
২৭.অ্যালভিওলাসে কার্বন ডাই অক্সাইড আসে – ব্যাপন/Diffusion প্রক্রিয়ায়
২৮.রক্তের প্রকৃতি – সামান্য ক্ষারীয়
২৯ উদ্ভিদ দ্রুত শোষণ করে কোন আয়ন -NO3-