National University College Transfer TC Application 2022 জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়পত্রের (টিসি) মাধ্যমে কলেজ পরিবর্তনের নিয়মাবলী

National University College Transfer TC Application 2022 ছাড়পত্রের (টিসি) মাধ্যমে কলেজ পরিবর্তনের নিয়মাবলী প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
একজন পরীক্ষার্থী ফলাফল প্রকাশের দিন থেকে ৪৫ দিনের মধ্যে ছাড়পত্রের জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়পত্রের (টিসি) মাধ্যমে কলেজ পরিবর্তনের নিয়মাবলী

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

আবেদন করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (nu.edu.bd) এর Services মেনু তে গিয়ে Student Login http://services.nu.edu.bd/nu-app/ এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এর পদ্ধতি জানতে এই পিডিএফ ফাইলটিডাউনলোড করে নিন। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে ওই লিঙ্কে লগইন করতে হবে। লগইন করার পর বামদিকেAcademic Services এ ক্লিক করলে Academic Services For Student এর তালিকা পাবেন। এই তালিকায় Transfer College(TC) http://103.113.200.38/nu-app/studentlogin তে ক্লিক করলে ছাড়পত্রের আবেদন ফরম পাবেন।

বর্তমানে অনার্স ১ম বর্ষ(২০১৯-২০২০) এবং ডিগ্রি ১ম বর্ষ(২০১৯-২০২০) শিক্ষাবর্ষের টিসির আবেদন চলমান আছে। Rules for changing colleges through National University Clearance (TC)