জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় পাঁচটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর মধ্যে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তিনটি, প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সের একটি এবং এমএড দ্বিতীয় সেমিস্টারের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের ১০, ১১ ও ১২ অক্টোবরের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষা আগামী ১৫, ১৯ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত
অন্যদিকে, ২০২০ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ১১ অক্টোবরের গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের এমএড দ্বিতীয় সেমিস্টারের ১০ অক্টোবরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা ১৫ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।