জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ National University Recruitment Circular 2022

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ National University Recruitment Circular 2022

জাতীয় বিশ্ববিদ্যালয় ১১৭ জন নিয়োগ দেবে ।
তিনটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সব মিলিয়ে মোট ১১৭ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রথম বিজ্ঞপ্তিতে ১০ ধরনের পদে ৪৮ জন, দ্বিতীয় বিজ্ঞপ্তিতে ৯ ধরনের পদে ৪০ জন ও তৃতীয় বিজ্ঞপ্তিতে ৪ ধরনের পদে ২৯ জন নিয়োগ দেওয়া হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ National University Recruitment Circular 2022
১ম বিজ্ঞপ্তির পদের তালিকা :
১. উচ্চমান সহকারী—১০টি
বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. ডাটা এন্ট্রি অপারেটর—৫টি
বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. স্টাফ নার্স—১টি
বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৪. মেডিক্যাল সহকারী—১টি
বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৫. অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর—১০টি
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. ইলেকট্রিশিয়ান—২টি
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৭. কুক—১টি
বেতন : ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
৮. ডেসপাচ রাইডার—২টি
বেতন : ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
৯. সহকারী কুক—২টি
বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
১০. অফিস সহায়ক—১৫টি
বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
২য় বিজ্ঞপ্তির পদের তালিকা :
১. পরিচালক (আঞ্চলিক কেন্দ্র—চট্টগ্রাম)—১টি
বেতন : ৫৬,৫০০-৭৪,৪০০ (গ্রেড-৩)
২. নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর—১টি
বেতন : ৪৩,০০০-৬৯,৮৫০ (গ্রেড-৫)
৩. ডাটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর—১টি
বেতন : ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)
৪. নির্বাহী প্রকৌশলী—১টি
বেতন : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
৫. সিনিয়র মেডিক্যাল অফিসার—১টি
বেতন : ২৯,০০০-৬৩,৪১০ টাকা (গ্রেড-৭)
৬. ল’ অফিসার—১টি
বেতন : ২৩,০০০-৫৫,৪৭০ (গ্রেড-৮)
৭. সহকারী প্রোগ্রামার—৪টি
বেতন : ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
৮. প্রশাসনিক কর্মকর্তা—২০টি
বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
৯. সাব-টেকনিক্যাল অফিসার—১০টি
বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)।
৩য় বিজ্ঞপ্তির পদের তালিকা :
১. অধ্যাপক (অর্থনীতি)—পদ ১টি।
বেতন : ৫৬,৫০০-৭৪,৪০০ (গ্রেড-৩)
২. সহকারী অধ্যাপক (বাংলা, ইংরেজি, উদ্ভিদবিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং)—প্রতিটি বিষয়ে ১টি করে মোট ৪টি।
বেতন : ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)
৩. সহকারী অধ্যাপক (কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, সমাজবিজ্ঞান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান)—প্রতিটি বিষয়ে ১টি করে মোট পদ ৪টি।
বেতন : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
৪. প্রভাষক (পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, গণিত, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মার্কেটিং, ব্যবস্থাপনা, ফিন্যান্স ও ব্যাংকিং, মৃত্তিকাবিজ্ঞান, ইসলামিক শিক্ষা)—প্রতিটি বিষয়ে ১টি করে মোট পদ ১২টি।

প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স) প্রতি বিষয়ে ২টি করে মোট পদ ৪টি।
বেতন : ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)।
আবেদনের শেষ তারিখ ১৫ জুন ২০২২
আবেদনের লিংক : jobs.nu.ac.bd or http://103.113.200.30/career/