ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন বিজ্ঞপ্তি 2024 NU Degree 2nd Year Rescrutiny

NU Degree 2nd Year Rescrutiny জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ৩০/০৮/২০২২ তারিখ সকাল ১০:০০টা হতে ২৯/০৯/২০২২ দুপুর ২:০০টা পর্যন্ত online এ আবেদন করা যাবে এবং ২৯/০৯/২০২২ তারিখ বিকাল ০৪:০০টা পর্যন্ত সোনালী ব্যাংকের Online সেবার মাধ্যমে টাকা জমা দেয়া যাবে।

নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং কোন টাকা জমা দেয়া যাবে না।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

উল্লেখ্য, ডিগ্রি ২য় বর্ষ(২০১৮-২০১৯) ফলাফল পুনঃনিরীক্ষণ ফি প্রতি পত্র ৫০০/- (পাঁচশতটাকা)।

NU Degree 2nd Year Rescrutiny Circular 2024 Result Re Check ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ

ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি 2022 NU Degree 2nd Year Rescrutiny
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে Services এ গিয়ে সোনালী সেবা। Pay Slip ক্লিক করুন। তারপর এনইউ Student fee থেকে Rescrutiny সিলেক্ট করুন।
বি:দ্রঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ফি অবশ্যই সোনালী সেবার মাধ্যমেই জমা দিতে হবে। ব্যাংক ফি জমা দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে আবেদনটি বিশ্ববিদ্যালয়ে জমা হবে। ব্যাংকে টাকা জমার স্লিপ ও কোনো কাগজপত্র কলেজে জমা বা প্রেরনের প্রয়োজন নেই।