অনার্স ৩য় বর্ষের জিপিএ হিসাব করবেন যেভাবে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের জিপিএ হিসাব করবেন যেভাবে? NU Honours 3rd Year GPA Calculated আপনার মোট বিষয়গুলোর প্রাপ্ত গ্রেড পয়েন্ট সব যোগ করে আপনার মোট বিষয় সংখ্যা দিয়ে ভাগ করলে জিপিএ পেয়ে যাবেন।

ধরা যাক, আপনার ৮ টা সাবজেক্টে প্রাপ্ত GPA:

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

(B,,B-,C+,B-,B-,C+,B,B) তাহলে, (3.00+2.75+2.50+2.75+2.75+2.50+3.00+3.00) = 22.25
এখন 22.25÷8= 2.78 (দশমিকের পর ২য় ঘর হিসাব করবেন)

জিপিএ ৩.০০ বা তদুর্ধ = ১ম বিভাগ
জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম = ২য় বিভাগ
জিপিএ ১.০০ থেকে ২.০০ এর কম = ৩য় বিভাগ

অনার্স ৩য় বর্ষের জিপিএ যেভাবে হিসাব করবেন যেভাবে?
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (৭ আগস্ট) এই ফল প্রকাশ করা হয়।
সারাদেশে ৩১১টি কেন্দ্রে মোট ৩১টি অনার্স বিষয়ে ৭৯৭টি কলেজের ৩ লাখ ৪০ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় গড় প্রমোশনের হার ৯৪ দশমিক ৭৪ শতাংশ।

রোববার সন্ধ্যা ৭টা থেকে এসএমএসের মাধ্যমে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu<space>h3<space>Roll No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে রেজাল্ট জানা যাবে।