অনার্স ভর্তির ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ও যারা স্থান পায়নি তাদের জরুরি সকল তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ও যারা স্থান পায়নি তাদের জরুরি সকল তথ্য 2022
অনলাইনে ভর্তি ফরম পূরণের তারিখ: ২০ জুন থেকে ২৮ জুন সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত।
কলেজ এ জমা দেয়ার তারিখ: ২১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত।

শিক্ষার্থীকে অনলাইনে ভর্তি রােল ও পিন কোড এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ কলেজে জমা দিতে হবে।
কলেজভেদে কত টাকা ও কি কি লাগবে এটা কলেজের নোটিশ দেখে জানতে পারবেন অথবা কলেজের ওয়েবসাইট এ দেওয়া থাকবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

যারা পছন্দক্রম অনুযায়ী ১ম বিষয় পাবেনা তারা বিষয় পরিবর্তনের আবেদন করতে পারবেন৷ বিষয় পরিবর্তনের জন্য ভর্তি ফরমে মাইগ্রেশন অপশন অন রাখতে হবে এবং চান্সপ্রাপ্ত বিষয়ে অবশ্যই ভর্তি হয়ে থাকতে হবে।

বিষয় পরিবর্তনের ফল ২য় মেধা তালিকার সাথে প্রকাশ হবে। বিষয়ভিত্তিক আসন শূন্য থাকা সাপেক্ষে ও মেধা স্কোরের ভিত্তিতে প্রার্থীকে তার বিষয়ের পছন্দক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন করে দেয়া হবে।
বিষয় পরিবর্তন হলে কোন ফি দিতে হবেনা শুধু অনলাইন থেকে বিষয় পরিবর্তনের ফরম প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে৷ বিষয় পরিবর্তন না হলে পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে।

আর যারা ১ম মেধা তালিকায় চান্স পাওয়ার পরেও ভর্তি হবেন না তাদের মেধা তালিকা বাতিল হয়ে যাবে, তাদের ২য় মেধা তালিকায় ভর্তির সুযোগ নেই।
যারা ১ম মেধায় চান্স পায়নি তাদের পরবর্তীতে শূন্য আসন সাপেক্ষে ২য় মেধা তালিকায় চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২য় মেধা তালিকা জুলাইয়ের ১ম সপ্তাহে প্রকাশিত হবে।
যারা মেধা তালিকায় স্থান পাবেনা, মেধা তালিকায় চান্স পেয়েও ভর্তি হবেনা, অথবা ১ম ও ২য় মেধা তালিকায় ভর্তি হয়েও ভর্তি বাতিল করবে তারা পরবর্তীতে আসন খালি থাকা সর্বোচ্চ ৫ টি কলেজে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

যারা কোটায় আবেদন করেছেন তাদের কোটার ফলাফল ২য় মেধা তালিকার পরে প্রকাশ হবে। কোটার আবেদনকারীরা ১ম ও ২য় মেধায় চান্স পেলে ভর্তি হতে পারবেন৷

ভর্তি হতে যা যা লাগতে পারে:
• অনলাইনে প্রিন্ট করা চূড়ান্ত ভর্তি ফরম-২ কপি, একটা কলেজ কপি ও একটা স্টুডেন্ট কপি।
• প্রাথমিক আবেদন ফরম (আবেদনের সময় কলেজ থেকে যে অংশ দেওয়া হয়েছে)।
• এসএসসি ও এইচএসসি এর মূল সনদপত্র/প্রশংসা পত্র।
• এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্র।
• এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড।
• জাতীয় পরিচয় পত্র, জন্ম সনদ, নাগরিকত্বের সার্টিফিকেট। (লাগেনা তেমন)
• পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের রঙিন ছবি।
• ভর্তির জন্য কলেজ কর্তৃক নির্ধারিত টাকা।

বি:দ্রঃ কলেজভেদে ভর্তির নিয়ম ভিন্ন ভিন্ন হয়ে থাকে৷
অনার্স ভর্তির ক্ষেত্রে যেসব কাগজপত্র কলেজ নিবে সেগুলো কাগজপত্রের ৩-৪ কপি করে ফটোকপি করে রাখবেন৷ শিক্ষার্থীদের ভর্তির সময় এইচএসসি পাশের মূল মার্কশীট অবশ্যই জমা রাখতে হবে। All the important information of those chance in the 1st merit list of honours admission and those who did not make it to the list