প্রিলিমিনারী টু মাস্টার্সে অনলাইন ভর্তি আবেদন রিসিভ হয়েছে কিনা বুঝবেন যেভাবে

শেষবারের মত চেক করে নিনঃ জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ প্রিলিমিনারী টু মাস্টার্সে ভর্তিচ্ছু যেসকল শিক্ষার্থীরা অনলাইনে প্রাথমিক আবেদন করেছেন, এডমিশন ওয়েবসাইটে লগইন করার পর তাদের সকলের আবেদনে সবুজ রঙের “Received” লিখা আসবে।

প্রিলিমিনারী টু মাস্টার্সে অনলাইন ভর্তি আবেদন রিসিভ হয়েছে কিনা বুঝবেন যেভাবে

প্রিলিমিনারী টু মাস্টার্সে অনলাইন ভর্তি আবেদন রিসিভ হয়েছে কিনা বুঝবেন যেভাবে

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

অনলাইনে যেভাবে চেক করবেনঃ

উক্ত ওয়েবসাইটে (http://app5.nu.edu.bd/nu-web/msapplicant/applicantLogin.action?degreeName=Preliminary) আপনার আবেদন ফর্মের এডমিশন রোল ও পিন নং দিয়ে লগইন করবেন!

View Application অপশনে ক্লিক করে সবুজ রঙের “Received” লিখা আসবে।

যদি আপনার প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চায়ন ও “Received” নাহ হয়, Submitted লিখা থাকে সেক্ষেত্রে আগামীকাল ৩০ মার্চ কলেজে যোগাযোগ করে পেমেন্টের ডিটেইলস,অনলাইন আবেদন ফর্মটি সাথে নিয়ে বিষয়টি কলেজে অবশ্যই জানাতে হবে।

উল্লেখ্য, প্রাথমিক আবেদন নিশ্চায়ন ব্যতীত কোন প্রার্থীই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না।

এপ্রিলে মাসের ১ম সপ্তাহে প্রিলিমিনারী টু মাস্টার্স ভর্তির মেধা তালিকা প্রকাশ করা হবে। How to understand if the online admission application has been received in the Preliminary to Masters

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.