প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তির ১ম মেধা তালিকা ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তির ১ম মেধা তালিকা ২০২২ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে ১১/০৪/২০২২ থেকে ২০/০৪/২০২২ তারিখের মধ্যে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিস্তারিত স্ব স্ব কলেজ নোটিশ দিয়ে জানাবে। কলেজ নোটিশ অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
১ম মেধা তালিকায় যারা স্থান পাননি,তারা ২য় মেধা তালিকার জন্য অপেক্ষা করবেন।

আগামী ২৩ এপ্রিলের পর যেকোনো দিন জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দিয়ে ২য় মেধা তালিকা প্রকাশ করবে।

প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তির ১ম মেধা তালিকা ২০২২

প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তির ১ম মেধা তালিকা ২০২২প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তির ১ম মেধা তালিকা ২০২২

অনলাইনে যেভাবে ফলাফল চেক করবেনঃ

উক্ত ওয়েবসাইট (http://app8.nu.edu.bd/nu-web/msapplicant/applicantLogin.action?degreeName=Preliminary)-এ

আপনার আবেদনের Admission Roll No. ও PIN(আবেদন ফর্মে পাবেন) দিয়ে লগইন করলে ফলাফল প্রদর্শিত হবে।

(nu<space>atmp<space>roll no টাইপ করে Send করতে হবে 16222 নম্বরে।)

Read more- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ সংক্রান্ত অফিস আদেশ

বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল ২০২২ তারিখ বৃহস্পতিবার ও ইস্টার সানডে উপলক্ষে আগামী ১৭ এপ্রিল ২০২২ তারিখ রবিবার বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ সংক্রান্ত অফিস আদেশ। 1st Merit List of Preliminary to Masters (Regular) Admissions 1st Merit List 2022