প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কার্ট মার্ক কত?

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কার্ট মার্ক কত? কোটার প্রয়োগ হয়েছে কি!! বিস্তারিত আলোচনা করা হবে এই পোস্টে । প্রথম ধাপের কার্ট মার্ক কত ছিল?? স্বাভাবিক ভাবেই কার্ট মার্ক কত ছিল বলা কঠিন!! জেলা ভিত্তিতে এবং পদ শূন্যের ভিত্তিতে কার্ট মার্ক নির্ধারণ হয়ে থাকে।

তবে গড় কার্ট মার্ক বা কত পেলে পাশ সেটি কেমন ছিল তার একটা অনলাইন জরিপ থেকে আমরা কিছুটা আইডিয়া পেতে পারি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের কার্ট মার্ক কত ছিল?

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মার্ক কত?

প্রায় ১১৭০ জন নির্বাচিত পার্থীদের অনলাইন জরিপ থেকে দেখে যায়ঃ কার্ট মার্ক বেশির ভাগ ক্ষেত্রে ৫৫+ ছিল , তবে অনেক জায়গায় কার্ট মার্ক ৫০+ ও ছিল । যেহেতু অনলাইন জরিপ তাই আমরা ভাল ফলাফল বের করার জন্য ১১৭০ জনের মধ্যে থেকে ৫০% পরীক্ষার্থীদের জরিপ কে গ্রহণ করতে পারি। সেই ক্ষেত্রেও কার্ট মার্ক ৫৫ এরমত ছিল। প্রথম ধাপে মোট উত্তীর্ণ ৪০,৮৬২ জন ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের প্রথম ধাপের লিখিত পরীক্ষা গত ২২ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় বাংলায় ২০ নম্বর, গণিতে ২০, ইংরেজিতে ২০ এবং সাধারণ জ্ঞানে ২০ নম্বরের প্রশ্ন করা হয়েছে। আগেও মানবণ্টন এটাই ছিল। What is the cart mark in the primary teacher recruitment exam? pass marks