প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান 2022 Primary School Assistant Teacher Exam Question Solved 2022

আজকের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান 2022Primary School Assistant Teacher 2nd Phase Exam Question Solved 2022

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ (পরীক্ষা অনুষ্ঠিত ২০২২) পরীক্ষার প্রশ্ন ও সমাধান। প্রাথমিক শিক্ষক নিয়োগ ২য় ধাপ পরীক্ষার সকল সেট প্রশ্নের সমাধান।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২য় ধাপের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ Primary School Assistant Teacher Exam Question Solved 2022

আজকে(২০.৫.২২) অনুষ্ঠিত প্রাইমারি ২য় ধাপের পরীক্ষারসমাধান….প্রশ্ন বেশ মানসম্মত ছিল। পড়ার কোন বিকল্প নেই। ৫০+ যারা পাবেন ভাইভা নিশ্চিত

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২য় ধাপের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

সেট কোড: ৩০৭১
১। If the price is low, demand ___
(ক) will be increased (খ) will increase (গ) is increased (ঘ) would be increased
উত্তরঃ will increase
২। 2x = 3y + 5 হলে 4x – 6y = কত?
(ক) 10 (খ) 15 (গ) 20 (ঘ) 12
উত্তরঃ 10
৩। ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
(ক) ৭ (খ) ৫০ (গ) ৫১ (ঘ) ৬০
উত্তরঃ ৫১
৪। ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’-পঙতিটি কার?
(ক) মদনমোহন তর্কালংকার (খ) কালিপ্রসন্ন সিংহ
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) অক্ষয়কুমার দত্ত
উত্তরঃ মদনমোহন তর্কালংকার
৫। There is ___ milk in the bottle.
(ক) very little (খ) small (গ) very few (ঘ) a little
উত্তরঃ A little
৬। ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়?
(ক) ১৭ আগস্ট ২০১৭ (খ) ২৭ জানুয়ারি ২০১৯
(গ) ১৭ জুন ২০২১ (ঘ) ১৭ নভেম্বর ২০১৬
উত্তরঃ (ক) ১৭ আগস্ট ২০১৭
৭। এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?
(ক) ৪ (খ) ৫ (গ) ৬ (ঘ) ৭
উত্তরঃ ৪
৮। ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা’- বাকক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?
(ক) অজ্ঞাতকুলশীল (খ) বংশপরিচয়হীয়ন (গ) কুলবংশহীন (ঘ) অজ্ঞাতকুলীন
উত্তরঃ অজ্ঞাতকুলশীল
৯। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
(ক) 6 (খ) 3 (গ) 4 (ঘ) 5
উত্তরঃ 5
১০। What is an epic?
(ক) a novel (খ) a long poem
(গ) a long prose composition (ঘ) a romance
উত্তরঃ a long poem
১১। ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?
(ক) ৫০ (খ) ৬০ (গ) ৭০ (ঘ) ৮০
উত্তরঃ ৬০
১২। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) সূূর্য পূর্বদিকে উদয়মান হয়। (খ) সূূর্য পূর্বদিকে উদিয়মান হয।
(গ) সূূর্য পূর্বদিকে উদয় হয়। (ঘ) সূূর্য পূর্বদিকে উদিত হয়।
উত্তরঃ সূূর্য পূর্বদিকে উদিত হয়
১৩। ০.০০০১ এর বর্গমূল কোনটি?
(ক) .০১ (খ) ১ (গ) .২ (ঘ) .১
উত্তরঃ .০১
১৪। ‘কার্যে বিরতি’- অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
(ক) হাত করা (খ) হাত গুটান (গ) হাত থাকা (ঘ) হাত আসা
উত্তরঃ হাত গুটান
১৫। চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
(ক) ৮৮৯৮ (খ) ৯৮৯৯ (গ) ৯৯৯৯ (ঘ) ৯১৯৯
উত্তরঃ ৯৮৯৯
১৬। ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?
(ক) ১৯৬ (খ) ৯৮ (গ) ৯৬ (ঘ) ১৯২
উত্তর: (খ) ৯৮
১৭। পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?
(ক) সালফেট ও নাইট্রেট (খ) ফসফেট ও নাইট্রোজেন
(গ) পটাশিয়াম ও ক্যালসিয়াম (ঘ) ম্যাগনেশিয়াম ও ফসফরাস
উত্তর:
১৮। ‘আমার ঘরের চাবি পরের হাতে’ – গানটির রচয়িতা কে?
(ক) লালন শাহ (খ) হাসন রাজা (গ) পাগলা কানন (ঘ) রাধারমণ দত্ত
উত্তর: (ক) লালন শাহ
১৯। একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
(ক) ৭২০ (খ) ১২০০ (গ) ৫০০ (ঘ) ৬০০
উত্তর: (গ) ৫০০
২০। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?
(ক) ৩১ (খ) ৩৯ (গ) ৭১ (ঘ) ৪১
উত্তর: (ক) ৩১
২১। ‘অনির্বচনীয়’ শব্দটির অর্থ-
(ক) সুনিশ্চিত (খ) নির্বাচনযোগ্য নয় (গ) বর্ণনাতীত (ঘ) অনিশ্চিত
উত্তর: (গ) বর্ণনাতীত
২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
(ক) গমনের পশ্চাৎ (খ) গমনের অগ্র (গ) অনুরূপ গমন (ঘ) পরস্পর গমন
উত্তর: (ক) গমনের পশ্চাৎ
২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
(ক) গমনের পশ্চাৎ (খ) গমনের অগ্র (গ) অনুরূপ গমন (ঘ) পরস্পর গমন
উত্তর: গমনের পশ্চাৎ
২৩। “To break the ice” means,
(ক) to end the hostility (খ) to end up partnership you
(গ) to start quarreling (ঘ) to start a conversation
উত্তর: (ঘ) to start a conversation
২৪। ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
(ক) মেধা+বিন (খ) মেধা+ৰি (গ) মেধাবী (ঘ) মেধা+ আধী
উত্তর:(ক) মেধা+বিন
২৫। খনার বচনে প্রাধান্য পেয়েছে
(ক) শিল্প (খ) কৃষি (গ) সাহিত্য (ঘ) বিজ্ঞান
উত্তর: (খ) কৃষি
২৬। দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যােগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?
(ক) ১০ ও ২৪ (খ) ১০ ও ১৬ (গ) ৭ ও ১১ (ঘ) ১২ ও ১৮
উত্তরঃ ১০ ও ১৬
২৭। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?
(ক) ষষ্ঠ (খ) সপ্তম (গ) চতুর্থ (ঘ) পঞ্চম
উত্তরঃ
২৮।The correct spelling is ——–
(ক) Assignment (খ) Assignernent (গ) Asignment (ঘ) Asignmment
উত্তর: (ক) Assignment
২৯। কল কল রবে নদী বইছে। এখানে ‘কল ল’ কোন অব্যয়?
(ক) সমুচ্চয়ী (খ) অনুসর্গ (গ) অনস্বী (ঘ) অনুকার
উত্তর: অনুকার
৩০। “রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়”- কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন?
(ক) রূপসা ডিঙা (খ) রূপসী বাংলা
(গ) রূপসা নদী (ঘ) গ্রামবাংলার নদী
উত্তর: গ্রামবাংলার নদী (উল্লেখ্য যে, উক্ত কবিতার চরণ জীবনানন্দ দাশের ” আবার আসিব ফিরে” কবিতা থেকে নেওয়া হয়েছে)

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান 2022

আজকে (২২/৪/২০২২) অনুষ্ঠিত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার ইংলিশ অংশের সমাধান।
1.If the price is low, demand ( will increase)
2. There is (a little) milk in the bottol.
3. Epic is ( a long poem).
4.To break the ice means(to start a conversation).
5.correct spelling (Assignment)
6.Agomony school one of the best (schools) in the city.
7. The Principal will (look over) the answer script.
8.I look forward to (hearing from you soon).
9.I water the plants here ‘water’ use as (verb)
10. Are you doing anything special (at) the weekend.
11. Once in a blue moon means ( very rarely)
12. He came to dhaka with a view to (visiting) a new place.
13.correct sentence (What he has said is right)
14. Leave no Stone unturned means(try very possible means)
15. Correct Spelling (Achievement)
16.Noun of “remove” is (removal)
17. Correct spellin (bureau)
18.Passive voice of “where did you see him?” is ( where was he seen by you?)
19. Learn the poem (by) heart
20. কাল বৈশাখী (North westerlies)

Primary Teacher Recruitment Exam Question Solve