প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ ৩য় ধাপের অ্যাডমিট কার্ড ২০২২

প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ ৩য় ধাপের অ্যাডমিট কার্ড ২০২২ Primary School Teacher Recruitment 3rd Phase Admit Card 2022

যেভাবে শিক্ষক নিয়োগ অ্যাডমিট কার্ড ডাউনলোড :

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য রোববার (২৯ মে) প্রার্থীরা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে (admit.dpe.gov.bd) ওয়েবসাইটে ইউজার নেইম ও পাসওয়ার্ড বা এসএসসির রোল, বোর্ড ও পাসের বছর দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি বা স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং প্রবেশপত্রে পাওয়া যাবে।

পরীক্ষা কেন্দ্রে কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যে কোন ধরণের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস বা এ জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোন পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কারসহ সংশ্লিষ্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তৃতীয় ধাপে ১৭টি জেলার সব উপজেলায় এবং ১৪টি জেলার কিছু কিছু উপজেলায় শিক্ষক নিয়োগ পরীক্ষা নেয়ার ঘোষণা আগেই দিয়েছিলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কিন্তু দ্বিতীয় ধাপে সিলেট জেলা পরীক্ষার্থীদের পরীক্ষা স্থাগিত হয়ে যায়। যে পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে। সে হিসেবে মোট ১৮টি জেলার সব উপজেলায় এবং ১৪টি জেলার অংশিক উপজেলায় তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন ৪ লাখ ৪৬ হাজার প্রার্থী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেবেন।