সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফলাফল 2021

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফলাফল 2021 প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ১৬ দশমিক ৫২ শতাংশ।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে ফল প্রকাশ করা হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

জানা গেছে, ১০৯টি পদের বিপরীতে ১২ হাজার ৬৯০ জন লিখিত পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্য থেকে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৯৭ জন। এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে চূড়ান্ত বাছাইয়ের জন্য ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর।

http://bncdb.bnmc.gov.bd/merit-list/admission/result/

Official Website: http://www.bnmc.gov.bd/ Click Here to Apply: Apply Now http://bpsc.teletalk.com.bd/

Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU) Senior Staff Nurse Recruitment Examination Results have been released. The pass rate in the examination is 16.52 percent.

The results were published on the university’s website and notice board on Friday (December 3) at around 9:15 pm.

It is learned that 12,690 people took part in the written test against 109 posts. 2,096 of them have passed. Earlier, the test was held on Friday from 10 am to 11:30 am in MCQ system.

Meanwhile, it has been informed in a notification that the Viva examination will be held on 20th December for the final selection from those who have passed the written examination.