সাত কলেজের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২২ ঢাকা বিশ্ববিদ্যালয়

সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা নিয়ে আজ সোমবার (২৭ জুন) একটি সভা অনুষ্ঠিত হবে। সাত কলেজের আসন সংখ্যা, অনার্স ভর্তি বিজ্ঞপ্তি-পরীক্ষার সিদ্ধান্তগুলো চূড়ান্ত করতে এ সভা আহ্বান করা হয়েছে। এতে ঢাবির সঙ্গে সাত কলেজের প্রতিনিধিরাও অংশ নেবেন। সাত কলেজের দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ভর্তি আবেদন আগামীকাল শুক্রবার (১৫ জুলাই) থেকে শুরু হবে। চলবে ৩১ জুলাই পর্যন্ত। এবারও বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ-এ তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd/) পাওয়া যাবে বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

সাত কলেজের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২২ ঢাকা বিশ্ববিদ্যালয়

অনার্স ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে জানানো হয়েছিল, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২৬ অগাস্ট, বিজ্ঞান ইউনিট ১২ অগাস্ট এবং বাণিজ্য ইউনিটের ১৯ অগাস্ট অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত এ সকল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাত কলেজ আবেদন যোগ্যতা

ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২১ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা হলো- বিজ্ঞান ইউনিটে আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০, কলা ও মানবিক এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.০০ এবং বাণিজ্য এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) জিপিএ ৬.৫০।

অধিভুক্ত সরকারি সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার সকাল ১০টায় সাত কলেজের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সাত কলেজের আসন সংখ্যা, ভর্তি বিজ্ঞপ্তি-পরীক্ষার সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হবে। এতে ঢাবির সঙ্গে সাত কলেজের প্রতিনিধিরাও অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.