রাজধানীর সূত্রপুরের সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ একাদশ শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি St. Gregory High School and College Admission Notice 2022 প্রকাশ করেছে। কলেজে একfদশ শ্রেণিতে ভর্তিতে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। কলেজের বিজ্ঞান বিভাগের জন্য নূন্যতম জিপিএ-৪ দশমিক ৭৮, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৮০ এবং মানবিক বিভাগের ন্যূনতম জিপিএ ৩ নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগে ৩০০, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮০ ও মানবিক বিভাগে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
এসব তথ্য জানিয়ে একদশ শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ।
জানা গেছে, ৮ থেকে ১২ জানুয়ারি ক্যাম্পাসে এসে ভর্তির আবেদনের ফরম সংগ্রহ করা যাবে। একইসময়ে আবেদন ফরম জমা নেয়া যাবে। ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ১৪ জানুয়ারি (শুক্রবার) সকালে প্রতিষ্ঠানটিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2022 St. Gregory High School and College Admission

লিখিত পরীক্ষার বিষয়:
বিজ্ঞান বিভাগে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত বা জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেয়া হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা নেয়া হবে। আর মানবিক বিভাগে বাংলা, ইংরেজি, ভূগোল, পৌরনীতি ও অর্থনীতি বিষয়ের পরীক্ষা নেয়া হবে। ১৪ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ জানুয়ারি আসন বণ্টন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।