২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে কোন বিভাগ থাকছে না জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে কোন বিভাগ থাকছে না জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান (আর্টস, কমার্স ও সায়েন্স) বিভাগ আর থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন কারিকুলাম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। তিনি বলেছেন, শুধু জ্ঞান নয়, এর সাথে দক্ষতা অর্জনই মূলত নতুন কারিকুলামের লক্ষ্য। সেটি বাস্তবায়নেই আমাদের আগামী দিনের পথচলা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

শিক্ষামন্ত্রী বলেন, এখন পাইলটিং চলবে। দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এটি বাস্তবায়িত হবে। এতে সফল হতে পারলে ২০২৩ সাল থেকে প্রাথমিকভাবে ষষ্ট ও সপ্তম শ্রেণি থেকে এটি বাস্তবায়ন করবো। ২০২৪ সালে অষ্টম ও নবম শ্রেণিতে এটি বাস্তবায়িত হবে। সে হিসেবে ২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে আর আর্টস, কমার্স, সায়েন্স বিভাগ থাকছে না।

এছাড়া, ২০২৩ সাল থেকে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে শুক্র ও শনিবার দুইদিন ছুটি থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানে এই সাপ্তাহিক ছুটি আগামী বছর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন,শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

There will be no section in class nine from 2024. Education Minister Dr. Education Minister Dr. Has Said That There Will Be No Department In Class Ix From 2024. Deepu Mani. From 2024 onwards, humanities, commerce and science (arts, commerce and science) departments will no longer be available in class 9, the education minister said. Deepu Mani.