ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলছে। (০৩ ফেব্রুয়ারি) ভর্তি কার্যক্রমের তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। ৭-৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, ১০ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে।

সাত কলেজের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে জানানো হয়েছে, সরকারী সাত কলেজের তৃতীয় পর্বের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন করে যারা বিভাগ মনোনয়ন পেয়েছে তাদেরকে ভর্তির প্রথম কিস্তির টাকা আগামী ০৮ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে পরিশোধ করতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

নির্ধারিত তারিখের পর চূড়ান্ত পর্বের মনোনয়ন দেয়া হবে বিধায় আগাী ০৮ ফেব্রুয়ারির পর তৃতীয় পর্বের মনোনয়নের জন্য কোন টাকা জমা করা যাবে না বলে জানানো হয়েছে।

১৬ জানুয়ারি (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়। গত বছরের ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০, বাণিজ্য ইউনিটে ৫ হাজার ৩১০ এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সংখ্যা ১৪ হাজার ৩৫০টি আসন রয়েছে। সাত কলেজে মোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি।