২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস রুটিন

জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি প্রতিপালন করে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস রুটিন ২০২২ Class Routine of HSC Candidates 2022 প্রণয়নের নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মাহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। ২০২১ সালের এসএসসির ফল প্রকাশের দিন (৩০ ডিসেম্বর) রাতেই এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে জানানো হয়, কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকার ১২ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু করেছে। এর ধারাবাহিকতায় ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যথারীতি নির্ধারিত ও সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন চারটি বিষয়ের ক্লাস অন্তর্ভুক্ত করে রুটিন প্রণয়ন করে আগামী ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

অফিস আদেশে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত নির্দেশনা অনুসরণ করে কলেজ কর্তৃপক্ষ বাস্তবতার ভিত্তিতে ক্লাস রুটিন প্রণয়ন করবে।

প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব আঞ্চলিক পরিচালক, উপরিচালককে নির্দেশনা দেওয়া হয়।