জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির আবেদন বিজ্ঞপ্তি রেজাল্ট 2022 NU Degree Admission

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির আবেদন বিজ্ঞপ্তি রেজাল্ট 2022 NU Degree Admission প্রকাশিত হয়ে নিম্নে আবেদন শুরু এবং শেষ তারিখ দেয়া হল। The application form for the National University Degree Admission result 2021 has been published and the following application start and the end date has been given in below.

*** ১৮ নভেম্বর বিকাল ৪ থেকে ডিগ্রি ১ম বর্ষের ভর্তি আবেদন শুরু চলবে ১১ অক্টোবর রাত ১১:৫৯ মিনিট পযন্ত।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

*** আবেদন করতে যা যা লাগবে SSC & HSC এডমিড কার্ডের রোল নং, রেজি নং, পাসের সাল ও ১কপি ছবি।

*** আবেদন করতে কত পয়েন্ট লাগবে SSC 2.00 & HSC 2.00 থাকতে হবে ।

*** কত সালের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে SSC ২০১৭, ২০১৮,২০১৯, HSC ২০১৯, ২০২০, ২০২১, সালে পাশ থাকতে হবে।

*** আবেদন করার পর আবেদন ফরম টি পিন্ট করে যে কলেজে আবেদন করবেন সেই কলেজে ১৫-১১-২০২১ থেকে .১০-১২-২০২১ তারিখের মধ্যে ২৫০ টাকা সহ জমা দিতে হবে।

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডিগ্রি ১ম বর্ষ শ্রেণির ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে,

১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে ২৩/১২/২০২১ থেকে ০৩/০১/২০২২ তারিখের মধ্যে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির আবেদন বিজ্ঞপ্তি রেজাল্ট 2022

NU Degree Admissionজাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির আবেদন বিজ্ঞপ্তি রেজাল্ট 2021

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির আবেদন বিজ্ঞপ্তি 2021

আগামী — ডিসেম্বর ২০২২ তারিখ বিকেল ৪ টায় ১ম মেধা তালিকা প্রকাশ করা হবে।

উক্ত ফলাফল জানতে SMS করবেনঃ
(nu<space>atdg<space>roll no টাইপ করে Send করতে হবে 16222 নম্বরে।)

রাত ৯ টা থেকে অনলাইনে যেভাবে ফলাফল চেক করবেনঃ
উক্ত ওয়েবসাইট(http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Degree%20Pass)এ আপনার আবেদনের Admission Roll No. ও PIN(আবেদন ফর্মে পাবেন) দিয়ে লগইন করলে ফলাফল প্রদর্শিত হবে।
মেধা তালিকা উল্লেখিত দিনে রাত ৯ টার পর অনলাইনে প্রকাশ করা হবে। উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের ভর্তির আবেদনপত্রে প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করে দেখতে পাবেন।

National University Degree Admission Notice 1

National University Degree Admission Notice 2

*** ডিগ্রি তে ভতি হতে চাইলে অবশ্যই প্রাথমিক আবেদন করতে হবে এবং অনলাইন ছাড়া কেউ সরাসরি ভতি হতে পারবেন না।

*** অনার্স ১ম বর্ষের ২য় রিলিজ স্লিপের নোটিশ আজ বা কালকের মধ্যে দিবে তারপর থেকে ২য় রিলিজে আবেদন শুরু হবে।

*** ডিগ্রি এবং অনার্স ভতি সম্পকে যে কোন তথ্য জানতে চাইলে নিয়মিত আমাদের https://allresultnotice.com/ ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডিগ্রি ভর্তি ফলাফল রেজাল্ট দেখতে ভিজিট করুন-http://app1.nu.edu.bd/ ওয়েবসাইটে।

Comments 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.