অনার্স ১ম বর্ষের সিজিপিএ (CGPA) নির্ণয় করার পদ্ধতি 2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের সিজিপিএ (CGPA) নির্ণয় করার পদ্ধতি 2024। NU CGPA নির্ণয় করার নিয়ম: এক বছরে মোট অর্জিত পয়েন্ট ÷ এক বছরে মোট অর্জিত ক্রেডিট।
এক বছরে মোট অর্জিত পয়েন্ট : কোনবিষয়ে প্রাপ্ত পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন। এভাবে সকল সাবজেক্টের পয়েন্টকে তাদের ক্রেডিট দিয়ে গুন দিয়ে সব গুনফলকে যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত পয়েন্ট।
এক বছরের মোট অর্জিত ক্রেডিট : পাশ কৃত সকল বিষয়ের ক্রেডিট যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত ক্রেডিট।

এক বছরে মোট অর্জিত পয়েন্ট বের করার নিয়ম Honours 1st Year CGPA (CGPA) calculator
বিষয়ভিত্তিক পয়েন্ট × তার ক্রেডিট :
A-= 3.50×4 =14 ;
B+=3.25×4=13;
A+=4.00×4 =16;
B+=3.25×4=13;
A-=3.50×4=14;
B+=3.25×4 =13;

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

সুতরাং মোট অর্জিত পয়েন্টস :
14+13+16+13+14+13=83

এবং মোট অর্জিত ক্রেডিট :
4+4+4+4+4+4 = 24
মোট জিপিএ দাড়ায়: 83÷24=3.45

অনার্স ১ম বর্ষের সিজিপিএ (CGPA) নির্ণয় করার পদ্ধতি 2022
যে গ্রেডে যত পয়েন্ট:
A+ = ৪.০০ (১ম বিভাগ)
A = ৩.৭৫ (১ম বিভাগ)
A- = ৩.৫০ (১ম বিভাগ)
B+ = ৩.২৫ (১ম বিভাগ)
B = ৩.০০ (১ম বিভাগ)
B- = ২.৭৫ (২য় বিভাগ)
C+ = ২.৫০ (২য় বিভাগ)
C = ২.২৫ (২য় বিভাগ)
D = ২.০০ (৩য় বিভাগ)
Fail = ০.০০

২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল (CGPA) প্রকাশ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।