অনার্স ১ম বর্ষ গনিত বিভাগের সাজেশন ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ গনিত বিভাগের স্টুডেন্ট দের জন্য কিছু কথা । লেখাটা একটু বড় ধয্য নিয়ে পড়বা কাজে দিবে ইনশাআল্লাহ । তোমাদের হাতে সময় অনেক কম , এখন চাইলেও ডিপ্লি কোন সাবজেক্ট পড়তে পারবা না । অল্প সময়ের মধ্যে মোটামুটি ভালো প্রিপারেশন কিভাবে নেওয়া‌ যায় সেইটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ।। অনার্স ১ম বর্ষে গনিত বিভাগের স্টুডেন্ট দের জন্য টোটাল সাবজেক্ট হলো ৯ টি ,, ইতিহাস , ক্যালকুলাস-১ , জিওমেট্রি, লিনিয়ার, ফান্ডামেন্টাল অব ম্যাথমেথিক্সে, পদার্থ-১ এবং ২ , পরিসংখ্যান/রসায়ন এবং পরিসংখ্যান প্র্যাকটিক্যাল এই হলো ৯ টি সাবজেক্ট যেখানে মেজর+নন-মেজর+আবশ্যিক মিলে ৮ টি এবং পরিসংখ্যান প্র্যাকটিক্যাল ১ টি ।প্রথমে কথা বলবো ইতিহাস নিয়ে

১.. ইতিহাস :: এই সাবজেক্ট হলো ৪ ক্রেডিটের আই মিন ৮০ মার্কের পরীক্ষা এই সাবজেক্ট একটু ভালো করে পড়লেই First class রেজাল্ট পাওয়া যায় ।প্রথম কথা খ ও গ বিভাগে ৮ টি করে প্রশ্ন দেওয়া থাকবে যেখানে তোমাকে উওর করতে হবে ৫ টি করে । প্রথমে ব্যতিক্রম সাজেশন বা বিগত বছরের প্রশ্ন কালেক্ট করে দেখবা কোন অধ্যায় গুলো বেশি গুরুত্বপূর্ণ বা কোন অধ্যায় থেকে বিগত বছর বেশি প্রশ্ন এসেছে সেই অধ্যায় গুলো আগে মার্ক করবা তারপর ওই অধ্যায় গুলো থেকে খ ও গ বিভাগের জন্য প্রশ্ন পড়বা ।আর সংক্ষিপ্ত প্রশ্ন ব্যতিক্রম সাজেশন থেকে ৯৯% গুলো পড়লেই প্রায় ৭-৮ টা কমন পাবা ইনশাআল্লাহ ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

২. ক্যালকুলাস-১:: এই সাবজেক্ট এ গতবছর প্রশ্ন একটু ঝামেলার ছিল এবং সবচেয়ে বেশি ফেল করেছে , ভয় পাবার কারণ নেই । এই সাবজেক্ট এই বার প্রশ্ন ইজি হবার সম্ভাবনা অনেক । এই সাবজেক্ট মূলত ৩ ক্রেডিটের আই মিন ৬০ মার্কের পরীক্ষা যেখানে ৪৫-৪৮ পাইলে A+ নিশ্চিত ইনশাআল্লাহ। ক্যালকুলাস-১ এ বিগত ৪-৫ সালের প্রশ্ন অথবা ব্যতিক্রম থেকে ৯৯% গুলো পড়লেই মোটামুটি ভালো মার্ক কমন পাবা ইনশাআল্লাহ।। ক্যালকুলাস-১ এ এইবার যতো উপপাদ্য আছে সব পড়বা বিশেষ করে লিবনিজ উপপাদ্য , গড়মান উপপাদ্য ,টেলর ম্যাগলরিন ধারা, ইন্টিগ্ৰাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য , গরিষ্ঠ অথবা লঘিষ্ঠমান বিদ্যমানতার প্রয়োজনীয় শর্ত ,কপাল খারাপ না হলে যেগুলোর কথা বললাম এখানে থেকে মিনিমাম ২ টা আসবে ১০০% ইনশাআল্লাহ ।।কারণ গতবার কোন উপপাদ্য আসেনি তারপর গামা বিটা অধ্যায় থেকে ১ সেট প্রশ্ন হবে ১০০% ।। সংক্ষিপ্ত প্রশ্নর জন্য ব্যতিক্রম থেকে ৯৯% পড়লে ৫-৬ টা কমন পাবা ইনশাআল্লাহ।ব্যতিক্রম সাজেশন থেকে ক্যালকুলেশন করলে সাবধানতার সাথে ক্যালকুলেশন করবা কারণ কিছু কিছু প্রশ্ন ভুল থাকে বি-কেয়ার ফুল ।

৩.লিনিয়ার ::এই সাবজেক্ট ৩ ক্রেডিটের আই মিন ৬০ মার্কের পরীক্ষা হবে । এই সাবজেক্ট গতবার প্রশ্ন একটু সহজ ছিল ,, বিগত ৪-৫ সাল বা ব্যতিক্রম থেকে ৯৯% করলেই মোটামুটি ভালো মার্ক কমন পাবা ইনশাআল্লাহ। আর সংক্ষিপ্ত প্রশ্ন ব্যতিক্রম থেকে ৯৯% করলেই ৫-৬ টা কমন পাবা ইনশাআল্লাহ।।। আরেকটা কথা কসি সোহাজের অসমতা বাদ দিয়ে ওই অধ্যায়ের আরেকটা যে উপপাদ্য আছে ওইটা করবা ওইটা এবার আসার সম্ভাবনা অনেক ।।কারণ কসি সোহাজের অসমতা ২০১৯ সালে আসছিল ।

৪. জিওমেট্রি:: এই সাবজেক্ট মূলত ৩ ক্রেডিটের আই মিন ৬০ মার্কের পরীক্ষা হবে।। এই সাবজেক্টের প্রশ্ন গতবার কিছু টা কঠিন ছিল , এই সাবজেক্ট এর ২,৬,৯ এবং ভেক্টর এই ৪ অধ্যায় ভালো ভাবে করলে মোটামুটি ভালো মার্ক কমন পাবা ইনশাআল্লাহ । বিশেষ করে ২ নম্বর অধ্যায় আই মিন যুগল সরলরেখা এইবারের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ ,কারণ গতবার এই অধ্যায় থেকে তেমন প্রশ্ন আসেনি সো বুঝতেই পারছো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই অধ্যায় অনেক ভালো করে করবা । আর সংক্ষিপ্ত প্রশ্ন ব্যতিক্রম থেকে ৯৯% গুলো করলে ৫-৬ টা কমন পাবা ইনশাআল্লাহ।

৫.ফান্ডামেন্টাল অব ম্যাথমেথিক্সে:: এই সাবজেক্ট ৩ ক্রেডিটের আই মিন ৬০ মার্কের পরীক্ষা হবে , এই সাবজেক্টের প্রশ্ন গতবার অনেক ইজি হইছিল , তোমাদের বেলায় প্রশ্ন কিছুটা কঠিন হলেও হতে পারে ।। বিগত বছরের ৪-৫ সাল বা ব্যতিক্রম থেকে ৯৯% গুলো করলে মোটামুটি ভালো মার্ক কমন পাবা ইনশাআল্লাহ। বিশেষ করে ধারার অধ্যায় ভালো ভাবে করবা ওখান থেকে গ বিভাগে ১ সেট প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ । আর সংক্ষিপ্ত প্রশ্ন ব্যতিক্রম থেকে ৯৯% করলে ৫-৬ টা কমন পাবা ইনশাআল্লাহ।

৬.পদার্থ বিজ্ঞান-১:: এই সাবজেক্ট ৪ ক্রেডিটের আই মিন ৮০ মার্কের পরীক্ষা হবে । এই সাবজেক্ট এর প্রশ্ন গতবছর কিছুটা কঠিন ছিল । প্রথম কথা পদার্থ-১ সিলেবাস অনেক বড় ,বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করে তোমাকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আগে সিলেক্ট করতে হবে ।সেখান থেকে কয়েকটা অধ্যায় পড়লেই মোটামুটি ভালো মার্ক কমন পাবা ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করলে দেখা যায় পদার্থ-১ এ গ বিভাগে একটা করে থিওরি এবং একটা করে ম্যাথ থাকে,, ব্যতিক্রম সাজেশন থেকে ৯৯% ম্যাথ গুলো করলেই হবে ইনশাআল্লাহ।। বিশেষ করে এইবার গ্ৰীনের উপপাদ্য আর স্টোকস এর উপপাদ্য খুব খুব গুরুত্বপূর্ণ।। আর সংক্ষিপ্ত প্রশ্ন ব্যতিক্রম থেকে ৯৯% পড়লেই ৪-৫ টা কমন পাবে ইনশাআল্লাহ।

৭. পদার্থ-২:: এই সাবজেক্ট ২ ক্রেডিটের আই মিন ৫০ মার্কের পরীক্ষা হবে । পদার্থ- ২ সিলেবাস একটু শর্ট মেবি ৮ টার মতো অধ্যায় আছে । বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করে গুরুত্বপূর্ণ প্রশ্ন আই মিন যেগুলো সালে বেশি বেশি আসছে বা ব্যতিক্রম থেকে কয়েকটা অধ্যায় ৯৯% করলেই মোটামুটি মার্ক কমন পাবা ইনশাআল্লাহ। আর সংক্ষিপ্ত প্রশ্ন ব্যতিক্রম থেকে ৯৯% করলেই ৪-৫ টা কমন পাবা ইনশাআল্লাহ।

৮. পরিসংখ্যান/ রসায়ন ::এই সাবজেক্ট ৪ ক্রেডিটের আই মিন ৮০ মার্কের পরীক্ষা হবে । প্রথম কথা আমার নন-মেজর রসায়ন ছিল না ,সো রসায়ন সম্পর্কে আমার কোন ধারণা নেই । আমার পরিসংখ্যান ছিল। পরিসংখ্যান বিগত সালের আই মিন ২০১৩-২০১৮ সাল পর্যন্ত করলেই ভালো মার্ক কমন পাবা ইনশাআল্লাহ। ২০১৯ সাল বাদ দিয়ে করবা । ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা ♥
নাহিদ ইসলাম
গনিত বিভাগ ( অনার্স ২য় বর্ষ ক্যান্ডিডেট)
সৈয়দ আহম্মদ কলেজ

Honours 1st Year Math Suggestion Bn