জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি 2022

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি 2022 NU Degree 1st Year Exam Form Fill Up Circular 2022, সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী Online-এ সম্পন্ন করা হবে। পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি যথাসময়ে ঘােষণা করা হবে। ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার অনলাইন ফরম পূরনের নিয়ম ২০২১

ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরন সময়সীমা : ডিগ্রি ১ম বর্ষ(২০১৯-২০২০ সেশন)

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

সময়সীমাঃ ১৭/১১/২০২২ইং তারিখ হতে ২৮/১১/২০২২ইং তারিখ পর্যন্ত (শিক্ষার্থী কর্তৃক)

যারা এখনো পরীক্ষার ফর্মপূরণ করতে পারেননি, উক্ত সময়ের মধ্যে ফর্মপূরণ সম্পন্ন করবেন।

উল্লিখিত পরীক্ষার আবেদন ফরম, বিবরণী ফরম, আনুষঙ্গিক কাগজপত্র পূরণ ও জমাদানের তারিখ এবং ফরম পূরণের বিস্তারিত নিয়মাবলী নিমে দেয়া হলােঃ

১। সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা, বিষয় সংকেত বিবরণী, প্রশ্নপত্রের চাহিদা ফরম ও ডাটা এন্ট্রি সফটওয়ার সংগ্রহ ঃ সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা, বিষয় সংকেত বিবরণী ফরম, প্রশ্নপত্রের চাহিদা ফরম, ডাটা এন্ট্রি সফটওয়ার ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীসহ প্রয়ােজনীয় তথ্যাদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info/degree-pass) পাওয়া যাবে। উক্ত ওয়েবসাইট যথাসময়ে চালু হবে এবং ডাটা এন্ট্রির নির্ধারিত সময়ের পর তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে ডাটা এন্ট্রি সম্পন্ন করতে হবে।

ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি 2022

ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২১ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি 2022জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি

২। শিক্ষার্থীর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, বিবরণী ফরম, প্রশ্নপত্রের চাহিদা ফরম পূরণ ও জমা করার তারিখ ঃ

ক) পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণের আবেদন করার তারিখঃ ৩০/০৯/২০২১ হতে ২৩/১০/২০২১ পর্যন্ত

খ) শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফরম কলেজে জমা দেয়ার শেষ তারিখ : ২৪/১০/২০২১

গ) শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ (কলেজ কর্তৃক) ঃ ২৫/১০/২০২১ হতে ২৮/১০/২০২১ (বিকাল ৪:০০টা) পর্যন্ত

ঘ) সােনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ (কলেজ কর্তৃক) ঃ ০১/১১/২০২১ হতে ০৩/১১/২০২১ পর্যন্ত

ঙ) Pay Slip, ফিস বিবরণী, শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখা/স্ব-স্ব আঞ্চলিক কেন্দ্রে জমা দেয়ার তারিখ ঃ ০৭/১১/২০২১

৩। ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার নির্ধারিত ফি (প্রতি পরীক্ষার্থী) ঃ

ক) ১ম বর্ষ (৭০০ নম্বর) – নিয়মিত/প্রাইভেট ঃ ৮০০/- (৭০০/- ফি + ১০০/- ইন-কোর্স ফি)।

খ) সার্টিফিকেট কোর্স। ৩০০/- (২০০/- ফি + ১০০/- ইন-কোর্স ফি)

গ) কেন্দ্র ফি ৪৫০/ঘ) মানােন্নয়ন ফি/অনিয়মিত ঃ ৩০০/- + প্রতিপত্রে ১০০/- হারে + ১০০/- ইনকোর্স ফি (পূর্বে না দিয়ে থাকলে)। (প্রতি বর্ষে ভর্তির সময় ২০০/- টাকা হারে ইন-কোর্স (নিয়মিত, প্রাইভেট ও সার্টিফিকেট কোর্স) ফি সংশ্লিষ্ট কলেজ গ্রহণ করে ইন-কোর্স পরীক্ষা সম্পন্ন করবে)।

৪। পরীক্ষায় অংশগ্রহণের প্রয়ােজনীয় শর্তাবলী ও ক) ডিগ্রী পাস কোর্স ১ম বর্ষ পরীক্ষা (৭০০ নম্বর) নিয়মিতঃ ০e ০০ ০০ ০০ i) ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ও ২০২০ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।

খ) ডিগ্রী পাস কোর্স ১ম বর্ষ পরীক্ষা (অনিয়মিত)ঃ |

i) ২০১৬-১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেনি অথবা অংশগ্রহণ করে অকৃতকার্য (Not Promoted) হয়েছে তারা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

ii) ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক কোর্সে F গ্রেড পেয়ে ২য় বর্ষে উত্তীর্ণ হয়েছে সে সকল শিক্ষার্থীগণ F গ্রেড প্রাপ্ত কোর্সে এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

iii) ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৯ সালের ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ২য় বর্ষে উত্তীর্ণ (Promoted-C) হয়েছে তাদের অনুপস্থিত কোর্সে এ পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।

iv) উপরােক্ত শিক্ষার্থীদেরকে ১ম বর্ষে “স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস” আবশ্যিকসহ নৈর্বাচনিক বিষয়গুলাের ১ম ও ২য় পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। v) ১ম বর্ষের সকল পরীক্ষায় অংশগ্রহণ করা বাঞ্চনীয়।

গ) ডিগ্রী পাস কোর্স ১ম বর্ষ মানােন্নয়ন পরীক্ষাঃ i) ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৯ সালের ১ম বর্ষের পরীক্ষায় প্রথম বারের মত অংশগ্রহণ করে যে সমস্ত কোর্সে C ও D গ্রেড পেয়েছে তারা C ও D গ্রেড পাওয়া সর্বোচ্চ দু’টি কোর্সে মানােন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পূর্বে F গ্রেড প্রাপ্ত পত্রে C বা D গ্রেডে উন্নীত হলে ঐ পত্রে মানােন্নয়ন পরীক্ষার কোন সুযােগ নাই।

ঘ) সার্টিফিকেট কোর্স পরীক্ষা (২০০ নম্বর) ঃ

i) ২০২০ সালের সার্টিফিকেট কোর্স-এ রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীরা এ পরীক্ষায় ১ম বর্ষের নির্ধারিত ১ম ও ২য় পত্রের পরীক্ষায় | অংশগ্রহণ করতে পারবে।

ii) ২০১৮ ও ২০১৯ সালের সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থী যারা ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করে অকৃতকার্য (Not Promoted) হয়েছে তারা ১ম বর্ষের নির্ধারিত ১ম ও ২য় পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করবে।

iii) এ সকল শিক্ষার্থীরা ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে। NU Degree 1st year exam form fill up bn

Comments 3

  • […] জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ গনিত বিভাগের স্টুডেন্ট দের জন্য কিছু কথা । লেখাটা একটু বড় ধয্য নিয়ে পড়বা কাজে দিবে ইনশাআল্লাহ । তোমাদের হাতে সময় অনেক কম , এখন চাইলেও ডিপ্লি কোন সাবজেক্ট পড়তে পারবা না । অল্প সময়ের মধ্যে মোটামুটি ভালো প্রিপারেশন কিভাবে নেওয়া‌ যায় সেইটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ।। অনার্স ১ম বর্ষে গনিত বিভাগের স্টুডেন্ট দের জন্য টোটাল সাবজেক্ট হলো ৯ টি ,, ইতিহাস , ক্যালকুলাস-১ , জিওমেট্রি, লিনিয়ার, ফান্ডামেন্টাল অব ম্যাথমেথিক্সে, পদার্থ-১ এবং ২ , পরিসংখ্যান/রসায়ন এবং পরিসংখ্যান প্র্যাকটিক্যাল এই হলো ৯ টি সাবজেক্ট যেখানে মেজর+নন-মেজর+আবশ্যিক মিলে ৮ টি এবং পরিসংখ্যান প্র্যাকটিক্যাল ১ টি ।প্রথমে কথা বলবো ইতিহাস নিয়ে […]

  • […] বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর […]

  • […] জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার অনলাইন ফরম পূরনের Online ডাটা আজ ৭/১১/২০২১ তারিখ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ডিগ্রি ১ম বর্ষ নিয়মিত ও প্রাইভেট কোর্সের শিক্ষার্থীরা শুধুমাত্র ডিগ্রির রেজিষ্ট্রেশন নং ও মোবাইল নম্বর দিয়ে অনলাইন ফর্মপূরণ করতে পারবেন। […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.