অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি 2024 NU Honors 1st Year Practical Exam

২০২২ সালের অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের প্রথম বর্ষ (২০১৯-২০২০ সেশন)অনার্স ব্যবহারিক পরীক্ষার সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ১৮/০১/২০২৪ তারিখ থেকে শুরু হয়ে ১৮/০২/২০২৪ তারিখ পর্যন্ত চলার কথা থাকলেও উক্ত পরীক্ষা গ্রহণের তারিখ আগামী ২৫/০১/২০২২ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্ত 2024 NU Honors 1st Year Practical Exam

অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্ত 2024 NU Honors 1st Year Practical Exam

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি 2021

পরীক্ষা সময়সূচী সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে স্ব স্ব কলেজ নোটিশ অনুসরণ করবেন।

অনার্স ১ম বর্ষ মৌখিক/ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের নিয়মাবলী

• মৌখিক/ব্যবহারিক পরীক্ষার বহিঃপরীক্ষকের নাম চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কলেজ এবং বহিঃপরীক্ষককে জানানাে হবে। চিঠি না পেলে উপ পরীক্ষা নিয়ন্ত্রক, অনার্স পার্ট ১ শাখায় যােগাযােগ করে বহিঃপীক্ষকের নাম জেনে নিতে হবে।

• বহিঃপরীক্ষকের সাথে যােগাযােগ করে পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করে নিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করতে হবে। বহিঃপরীক্ষক অপারগতা প্রকাশ করলে সংশ্লিষ্ট শাখায় ফোন নম্বরে যােগাযােগ করে

• বহিঃপরীক্ষকের নাম পরিবর্তন করে নিতে হবে। কোন অবস্থাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমােদন না নিয়ে বহিঃপরীক্ষক নিয়ােগ এবং পরীক্ষা গ্রহণ করা যাবে না।

• মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কলেজভিত্তিক নম্বরপত্র এবং হাজিরাপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট
(www.nubd.info) থেকে ডাউন লােড করে Print নিতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করে বহিঃপরীক্ষক ও অন্তঃপরীক্ষক নম্বরফর্দে পরীক্ষার্থীদের নাম, রােল এবং রেজিঃ নম্বর যাচাই করে তার বিপরীত প্রাপ্ত নম্বর প্রদান করবেন। একই সাথে হাজিরাপত্রে পরীক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ করবেন।

• সকল পরীক্ষার্থী পরীক্ষা গ্রহণ শেষে বহিঃপরীক্ষকের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে ডাটা এন্ট্রি করতে হবে। নম্বর অন-লাইনে Send করার পূর্বে সকল পরীক্ষার্থীর নম্বর সঠিকভাবে এন্ট্রি হয়েছে কিনা তা ভালভাবে যাচাই করে নিতে হবে। অন-লাইনে পাঠানো ছাড়া ম্যানুয়াল কোন নম্বর গ্রহণযােগ্য হবে না। কোনভাবেই যেন নম্বর এন্ট্রি ভূল না।

• কোনভাবেই যেন নম্বর এন্টি ভুল না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ফলাফল প্রকাশের পর নম্বর সংশােধনের কোন আবেদন গ্রহণ করা হবে না।

NU 2020 Honors 1st Year Practical Exam Notification. The National University has issued a notification extending the deadline for the first year of the 2022 (2019-2020 session) honours practical examination.