জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার রুটিন ২০২২ National University Degree 1st Year Exam Routine 2021 প্রকাশ হয়েছে আজকে। এনইউ এর ডিগ্রী ১ম বর্ষ(২০১৯-২০ শিক্ষাবর্ষ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচীঃ National University Degree 1st Year Examination Routine 2021 has been published today. NU Degree 1st Year (2019-20 Academic Year) National University 2020 Degree Pass and Certificate Course 1st Year Exam Schedule has been published today on my All Result Notice com website.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সংশোধিত রুটিন।
NU Degree 1st Year Routine
পরীক্ষাসমূহ শুরু হবে ০৮/০১/২০২২ তারিখ থেকে।
পরীক্ষাসমূহ প্রতিদিন দুপুর ১ঃ০০টা থেকে শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার রুটিন ২০২২ প্রকাশ Degree 1st Year Routine
এ পরীক্ষায় অংশগ্রহণ করবে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নিয়মিত,২০১৮-১৯,২০১৭-১৮,২০১৬-১৭, ২০১৫-১৬ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।
বিশেষ নির্দেশনাঃ
১। পরীক্ষার্থীদের প্রবেশপত্র কলেজের অধ্যক্ষগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info/admit হতে কলেজের
pass word ব্যবহার করে ডাউন লােড করে প্রিন্ট করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন। বিতরণের পূর্বে প্রবেশপত্রের নির্ধারিত
স্থানে পরীক্ষার্থীর ছবি আইকা গাম দিয়ে লাগিয়ে ছবির উপর এবং অধ্যক্ষের নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ স্বাক্ষর করবেন।
২। পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লিখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
৩। এনইউ ওয়েবসাইট (www.nubd.info/admit) হতে পরীক্ষার্থীর রােল বিবরণী ডাউন লােড করে ২ কপি প্রিন্ট আউট নিয়ে ১ কপি সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ পূর্বক ১ কপি কেন্দ্র ফি বাবদ আদায়কৃত ৪৫০/- টাকার মধ্যে ৩০০/- টাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (যে কেন্দ্রে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে কেন্দ্রের) নিকট পরীক্ষানুষ্ঠানের ০৩ দিন পূর্বেই জমা দিতে হবে। অবশিষ্ট ১৫০/- টাকা দিয়ে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষা সংক্রান্ত ব্যয় নির্বাহ করতে হবে।
National University Degree 1st Year Exam Routine 2021
৪। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd এবং www.nu.edu.bd/degree -এ পাওয়া যাবে। পরীক্ষা সংক্রান্ত জরুরী তথ্যের জন্য পরীক্ষা চলাকালিন প্রতিদিন অন্তত ৩ বার (সকাল, দুপুর, রাত) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত ওয়েব সাইট ভিজিট করার জন্য অনুরােধ করা হল। উল্লেখ্য কোন বিজ্ঞপ্তি ডাক মারফত প্রেরণ করা হবে না।
রুটিনের পিডিএফ ফাইলঃ https://www.nu.ac.bd/uploads/2018/notice_4024_pub_date_23112021.pdf
বি দ্রঃ এ পরীক্ষায় অংশগ্রহণ করবে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নিয়মিত,২০১৮-১৯,২০১৭-১৮,২০১৬-১৭, ২০১৫-১৬ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।
[…] বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার রুটিন ২০২১ প্রকাশ ডিগ্রি ১মবর্ষ(২০১৯-২০ […]
[…] বিজ্ঞপ্তি 2021 LLB 1st Year Examination Form Filling Notification 2021 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার […]
[…] জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের মাস্টার্স(নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা প্রকাশ National University Masters (Regular) Admission 1st Merit List 2021 Published ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তিঃ […]
[…] জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি Degree Pass & Certificate Course 3rd Year Practical Examination Notification Center List 2021, ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা কেন্দ্র তালিকা এবং ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। […]
[…] জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব কোটায় মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত নোটিশ ২০২১ প্রকাশিত হয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্স(নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের বিষয়ভিত্তিক কোটায় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। […]