কিভাবে ডিগ্রি কোর্সের ইংরেজি পরীক্ষায় পাশ করবেন?

কিভাবে ডিগ্রি কোর্সের ইংরেজি পরীক্ষায় পাশ করবেন?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডি‌গ্রি পাস ৩য় ব‌র্ষ (সেশন ২০১৭-২০১৮)
বিষয়: ইং‌রেজী (আব্যশিক)

ডিগ্রি নতুন সিলেবাসে ইংলিশে পাস করা একদম সহজ। আর পুরাতন সিলেবাসে অনেকে ইংলিশে ফেল করার কারণে গ্র‍্যাজুয়েশনও কমপ্লিট করতে পারতেছেন না।
আজ আপনাদের দেখাবো নতুন সিলেবাসে কিভাবে আপনি ইংলিশে সহজে পাস করবেন।
নতুন সিলেবাসে ইংলিশ সাবজেক্ট ক্রেডিট সিস্টেম হওয়ায় সেখানে ইনকোর্স পরীক্ষা হয় ১৫ মার্কসের আর প্রেজেন্ট ৫ মার্কস টোটাল ২০. অনেক কলেজে পরীক্ষা দি‌লেই  ১৫ পাওয়া কনফার্ম :-কিন্তু ইন‌কোর্স পরীক্ষা দি‌তে হ‌বে অবশ্যই।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

লিখিত পরিক্ষায় পাস করতে প্রয়োজন ৩২. এই ৩২কিভাবে পাবেন সেটা এখন বলে দিচ্ছি।
প্যাসেজ: প্যাসেজ মার্কস ১০ এখানে ২ ক্যাটাগরিতে প্রশ্ন আসবে :
a) Answering Question
b) word meanings & make sentences

Answering Question= প্যাসেজ ভালো মত বুঝতে পারলে ৪টা প্রশ্নে উত্তর সঠিক ভাবে দিয়ে ২ মার্কস পেয়ে যেতে পারবেন
Word meanings & Make sentences – এটা অনেক কঠিন ৬ টার মধ্যে অন্তত ৩ টা তো পারবেন যদি Synonym এ ভালো ধারণা থাকে। তাহলে আমাদের এখান থেকে কত আসল? ২+৩=৫
তাহলে লাগে আর কত?
২৭ তাই না?

গ্রামার আইটেমে আপনার জন্য ২০ মার্কস অপেক্ষা করতেছে ।
ভালো টেকনিক শেখাব কিভাবে পাস মার্কস তুলা যায় । গ্রামারে আইটেম আসবে ৮টি তার মধ্যে ৫টির উত্তর করতে হবে।
এখন যারা গ্রামারে দুর্বল তারা নিচের পদ্বতি অবলম্বন করতে পারেন।

W/H question একেবারে সহজ এখান থেকে আপনি ৪ মার্কস পাবেন
Prefix/Suffix আরও সহজ এখান থেকে ২ পাবেন (word change করে sentence লিখতে হয়) sentence এ অনেকে গড়মিল লাগাই ফেলেন তাই ২ ধরলাম।
অথবা, Synonym/antonym এগুলাও অনেক ইজি ২ ধরলাম (ইংলিশে বেসিক ধারণা থাকলে)
TENS মোটামুটি ধারণা থাকলে right form of verbs থেকে অন্তত ২ টি উত্তর করতে পারবেন।

Changing word (part of speech) এখান থেকে ২ punctuation আরো সহজ, কোন রখম লিখতে পারলেই ২ পাবেন।
তাহলে গ্রামার আইটেম থেকে কত আসল? আসল ১২ মার্কস, তাহলে প্যাসেজ ৫ + গ্রামার ১২= টোটাল ১৭আসল
পাস করতে লাগে আরও ১৫মার্কস এখন Writing section এ আসব ৫০ মার্কস Paragraph ১০ এর মধ্যে ৫ (কোন রকম লিখতে পারলেই হল)

Letter ১০ এর মধ্যে ৫ Application ১০ এর মধ্যে ৬ (কোন রখম নিয়মটাই লিখতে পারলে হবে)
Dialogue ১০ এর মধ্যে ৬ যদি সুন্দর করে দিতে পারেন।
Report ১০ এর মধ্যে ৪/৫ তাহলে টোটাল কত হল ৫০ এর মধ্যে?

আসল= ২৬/২৭
আপনার দরকার ছিল ১৫ তাহলে টোটাল দাঁড়াল
প্যাসেজ- ০৫
গ্রামার – ১২
লিখিত – ২৬ = ৪৩ + ইনকোর্স১৫ = ৫৮
পাস মার্কসের উপরে চলে গেলেন।

কিভাবে ডিগ্রি কোর্সের ইংরেজি পরীক্ষায় পাশ করবেন?কিভাবে ডিগ্রি কোর্সের ইংরেজি পরীক্ষায় পাশ করবেন?

সবশেষে, পড়ার কোনো বিকল্প নাই। পড়তে হবেই। গ্রামারের জন্য ব্যতিক্রম/নবদূত টেস্ট পেপার কিনে প্র‍্যাকটিস করলে এনাফ। বোর্ড কোয়েশন গুলা প্র‍্যাকটিস করলে একটা ধারণা পাবেন।
আর রিটেনের জন্যও ভালো করে পড়তে হবে। নিকটস্থ যেকোন স্যারের সাজেশন ফলো করতে পারেন। রিটেনে সেই সাকসেস হয় যে যত বেশী ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ।