এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ প্রকাশ HSC Exam Result

এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ প্রকাশ HSC Exam Results 2023 Released। ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হতে পারে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রস্তুতের কাজ শেষ হয়েছে। এজন্য আন্তঃশিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়কে ফল প্রকাশের বিষয়ে অবহিত করেছেন। একই সাথে আগামী ৮ ফেব্রুয়ারির পর যেকোন দিন ফল প্রকাশের কথা জানানো হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এমন প্রস্তাবের পর শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিষয়টি অবহিত করেছেন। এখন প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষায় রয়েছে মন্ত্রণালয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করার প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে ওইদিন ফল প্রকাশ করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে।

এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ প্রকাশ HSC Exam Result

এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ প্রকাশ

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আগামী ১০ ফেব্রুয়ারির পর যেকোন দিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। ৮ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে।

HSC Result 2023 with Number Check Online, HSC Result 2022 Marksheet Online -এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন HSC Dha 123456 2022 send to 16222)। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।

এছাড়া http://www.educationboardresults.gov.bd/ এই ওয়েবসাইটে ঢুকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানা যাবে।

আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

প্রসঙ্গত, ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গত ৩০ ডিসেম্বর পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা চলে। এরপর পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন পরীক্ষার্থীদের ফল প্রক্রিয়া করছে শিক্ষা বোর্ডগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.