জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল NU Masters Admission Circular Result প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট app1.nu.edu.bd NU Masters Admission Circular 2022। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্স(নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন আগামী ০৫/০৯/২০২১২ তারিখ বিকাল ৪ঃ০০টা থেকে শুরু হয়ে ২০/০৯/২০২২ তারিখ রাত ১২ঃ০০ পর্যন্ত চলবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত চার বছর মেয়াদী স্নাতক (সম্মান)/ প্রিলিমিনারী টু মাস্টার্স(নিয়মিত) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
মাস্টার্স অনলাইনে আবেদন করতে যা যা লাগবেঃ
অনার্স/প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর।
এক কপি পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নং।
দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা
আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে –/১১/২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
উল্লেখ্য, এ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস — ডিসেম্বর ২০২২ তারিখ থেকে শুরু হবে!
মাস্টার্স(নিয়মিত) ভর্তি ১ম মেধা তালিকা প্রকাশ — 29th September 2022
মাস্টার্স (নিয়মিত) ভর্তি বিজ্ঞপ্তি 2022 ফলাফল NU Masters Admission Circular Result
মাস্টার্স ভর্তি যোগ্যতাঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় পাস ডিগ্রী প্রাপ্ত কোন শিক্ষার্থী এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১ম পর্ব মাস্টার্স (নিয়মিত)/প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত এবং তৎসংশ্লিষ্ট তিন বছর মেয়াদী স্নাতক (পাস) নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যুনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে এক বছর মেয়াদী ১ম পর্ব মাস্টার্স (প্রাইভেট)/প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষার্থী এ ভর্তি কার্যক্রমে আবন করতে পারবে না।
The National University has published the admission notification for the Masters (Regular) program for the 2019-20 academic year. Online Preliminary Application for Admission of Masters (Regular) Program for 2019-20 Academic Year in the Affiliated Colleges of National University will start from 4:00 pm on 03/11/2021 and will continue till 12:00 pm on 22/11/2021.
Interested candidates must fill up the application form from the National University Admission Website and must submit the initial application fee of tk. 300 / – through mobile banking as prescribed by the College by 23/11/2021.
[…] Notice Apply Online Link has been published today On My Website and nu.ac.bd admission website. The National University has published the National University admission 2021-22 notification for the Masters (Regular) […]
Ascha 3rd year akta te fail ashe ami ki master’s a apply korte parbo
Naa
[…] Apply Online Link has been published today On My Website and nu.ac.bd admission website. The National University has published the National University Masters (Regular) program admission for the 2020-2021 […]