জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি 2023 Preliminary to Masters Form Fill Up

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি 2023 প্রকাশিত হয়েছে। National University Preliminary to Master’s Examination Form Fill up Notification 2022.সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এমএ/এমএসএস/এমবিএ/এমএসসি/এম মিউজ প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অন-লাইনে সম্পন্ন হবে। পরীক্ষার আবেদন म বি পূরণ ও জমাদানের তারিখস নিয়মাবলী নিম্নে প্রদত্ত হলো। পরীক্ষার বিস্তারিত সময়সূচী এবং অন্যান্য যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পরে জানানো হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স ওয়েব সাইট।

২০১৯ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এম মিউজ প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

আবেদন ফরম পূরণ, বিবরণী ফরম জমাদানের সময়সূচী/ নিয়মাবলী ।
আবেদনকারী পরীক্ষার্থীদের On-line-এ আবেদন ফরম ডাউনলোড করার সময়সীমাঃ
২৪/০৫/২০১৩ হতে ১৫/০৬/২০২৩) আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়নের শেষ তারি গ) Payslip বিস্তারিত- ০৮(খ) দ্রষ্টব্য) ২০/০৬/২০২৩ হতে ২২/০৬/২০২৩ উল্লিখিত তারিখ সমূহে আবেদন ফরম পূরণকৃত পরীক্ষার্থীদের অন-লাইনে এন্ট্রিকৃত বিবরণী ফরম, হিসাব বিবরণী ফরম এবং ইনকোর্স ও মাঠকর্ম নম্বরের মূল ম্যানুয়াল কপি ও প্রিন্ট কপির ০১ (এক) কপি বিষয়ওয়ারী আলাদাভাবে সিলগালা করে বিশ্ববিদ্যালয়ে স্ব-স্ব আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রযোজন নেই। তবে স্ব-স্ব কলেজ/ বিভাগ ০৬ মাস (ফলাফল ঘোষণা পরবর্তী ৪ মাস পর্যন্ত) সংরক্ষণ করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি 2023 Preliminary to Masters Form Fill Up

National University Preliminary to Masters Exam Form Fill Up Notice 2023 প্রিলিমিনারী টু মাস্টার্স ফরম পূরণ

পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, বিবরণী ফরম, প্রশ্নপত্রের চাহিদা ফরম পূরণ ও জমা করার সময়সূচীঃ

১৬/০৩/২০২২তারিখ থেকে ১৩/০৪/২০২২ তারিখ পর্যন্ত পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণ করে কলেজে জমা দিতে পারবে।
১৮/০৪/২০২২ তারিখ পর্যন্ত শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার (কলেজ কর্তৃক) শেষ সময়।
২১/০৪/২০২২ তারিখ পর্যন্ত কলেজ কর্তৃক সোনালী সেবার মাধ্যমে টাকা জমার শেষ দিন।
২৪/০৪/২০২২ তারিখের মধ্যে Pay Slip, ফিস বিবরণী, শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।

২০১৯ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি।

 

সময়সীমাঃ ১৬/০৩/২০২২ইং হতে ১৩/০৪/২০২২ইং (শিক্ষার্থী কর্তৃক)
বিস্তারিত কলেজ নোটিশে জানতে পারবেন ।
বি দ্রঃ এ কার্যক্রমে অংশগ্রহণ করবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নিয়মিত ও প্রাইভেট, ২০১৭-১৮ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।

Comments 1