জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইটি প্রফেশনাল কোর্সে ভর্তির সুযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইটি প্রফেশনাল কোর্সে ভর্তির সুযোগ । IsDB-BISEW বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান, যেখানে যেকোনো বিভাগ (বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক) থেকে স্নাতক ডিগ্রিধারীরা IT প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ পান। ফলে নানা প্রতিবন্ধকতায় যাঁরা তথ্যপ্রযুক্তিতে একাডেমিক ডিগ্রি অর্জন করতে পারেন না, তথ্যপ্রযুক্তিতে সেসব আমাদেরও স্বপ্ন ছোঁয়ার সুযোগ করে দেয় IsDB-BISEW IT Scholarship প্রোগ্রাম।

এমনকি যাঁরা কখনোই ‘কম্পিউটার’ স্পর্শ করেননি, তাঁরাও সফলতার সঙ্গে এই প্রোগ্রামের আওতায় IT প্রশিক্ষণ নিয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। সুদক্ষ ট্রেইনারের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে এখানে সুনির্দিষ্ট বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইটি প্রফেশনাল কোর্সে ভর্তির সুযোগ

আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক, মাস্টার্স, ফাজিল ও কামিল পাস প্রার্থীরা এবং মাস্টার্স বা কামিলে অধ্যয়নরতরাও স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে ও কন্সট্রাকশন বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমাধারীরাও আবেদন করতে পারবেন। তবে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটারে স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন না। অনলাইনে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (apply.isdb-bisew.info) আবেদন করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইটি প্রফেশনাল কোর্সে ভর্তির সুযোগজাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইটি প্রফেশনাল কোর্সে ভর্তির সুযোগ

স্কলারশিপ প্রোগ্রামটি IsDB-BISEW কর্তৃক সম্পূর্ণ অর্থায়িত। এ ছাড়া কর্তৃপক্ষ নিজস্ব প্লেসমেন্ট সেলের মাধ্যমে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের দেশে ও বিদেশে চাকরি পাওয়ার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করে থাকে। সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে নিজের অদম্য ইচ্ছার বাস্তবায়ন হতে পারে IsDB-BISEW IT Scholarship প্রোগ্রামের মাধ্যমে। Opportunity for admission to IT professional courses for national university students

Comments 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.