জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির কনফার্ম মেসেজ না আসলে যা করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির কনফার্ম মেসেজ না আসলে যা করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২২ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তিচ্ছু যেসকল শিক্ষার্থীরা অনলাইনে প্রাথমিক আবেদন করেছেন, এডমিশন ওয়েবসাইটে লগইন করার পর তাদের সকলের আবেদনে সবুজ রঙের “Received” লিখা আসবে।
অনলাইনে যেভাবে চেক করবেনঃ
উক্ত ওয়েবসাইটে (http://app5.nu.edu.bd/nu-web/applicant/home.action) আপনার আবেদন ফর্মের এডমিশন রোল ও পিন নং দিয়ে লগইন করবেন!
View Application অপশনে ক্লিক করে সবুজ রঙের “Received” লিখা আসবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

https://i0.wp.com/i.ibb.co/TMxhsQM/educationsinbdcom.jpg?resize=1080%2C949&ssl=1
যাদের প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চায়ন হয়নি বা “Received” লিখা আসে নাই,তারা কলেজে যোগাযোগ করে বিকাশ পেমেন্টের ডিটেইলস, অনলাইন আবেদন ফর্মটি সাথে নিয়ে বিষয়টি আজকের মধ্যে কলেজে অবশ্যই জানাতে হবে।
উল্লেখ্য, প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চায়ন ব্যতীত কোন প্রার্থীই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না।