BOU SSC 1st Year Humanities 1st Assignment Answer 2021 উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি এসাইনমেন্ট

BOU SSC 1st Year Humanities 1st Assignment Answer 2021 উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি এসাইনমেন্ট 2021, বাউবি ১ম বর্ষের মানবিক শাখার ১ম এসাইনমেন্ট।।
Bangladesh Open University Assignment

ভূগোল ও পরিবেশ এর ধারণা উল্লেখপূর্বক পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করুন। উন্মুক্ত ১ম বর্ষ (মানবিক শাখা) এসাইনমেন্ট উত্তর/সমাধান।

শিক্ষার সব খবর সবার আগে জানতে AllResultNotice এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel

এস.এস.সি ১ম বর্ষে এসাইনমেন্ট এর উত্তর

১ম এসাইনমন্ট ২০২১
ক্রমিক সংখ্যা- ০১
বিষয় কোডঃ 1660
বিভাগ: মানবিক
এসাইনমেন্টের শিরোনাম: ভ‚গোল ও পরিবেশ এর ধারণা উল্লেখপূর্বক পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করুন।
ভূগোলের ধারনা-
মানুষের পারিপার্শ্বিক সকল অবস্থা ও কর্মকান্ড হলো পরিবেশ। পরিবেশের প্রধান দুটি উপাদান হলো জড় উপাদান ও জীব উপাদান। গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণি অর্থাৎ যাদের জন্ম, মৃত্যু ও বৃদ্ধি আছে, সেইগুলো হলো পরিবেশের জীব উপাদান। অপরদিকে ভ‚মি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, সৌরজগত, উষ্ণতা, আর্দ্রতা, বায়ুমন্ডল অর্থাৎ যাদের জীবন নেই এগুলো হলো পরিবেশের জড় উপাদান বা প্রাকৃতিক উপাদান। তাই ভ‚গোল ও পরিবেশ বিষয়টি পাঠের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক, মানবিক এবং সামাজিক পরিবেশের উল্লেখযোগ্য বিষয়গুলো হলো- পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, ভ‚-ত্বক, ভূ-আলোড়ন, বিভিন্ন প্রকার ভ‚মিরূপ, নদ-নদী, পাহাড়-পর্বত, মালভ‚মি, সমভ‚মি, সাগর, মহাসাগর, ভূমিকম্প, আগ্নেয়গিরি, বিচ‚র্ণীভবন, নগ্নীভবন, বায়ুমন্ডলের গভীরতা, স্তরবিন্যাস, বায়ুর উপাদান, তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, আবহাওয়া, জলবায়ু, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি।

মানুষ যেখানে বসবাস করুক তাকে ঘিরে একটি পারিপার্স্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সকল দান মিলে মিশে তৈরি হয় পরিবেশ। নদী-নালা, সাগর মহাসাগর, পাহাড়-পর্বত বন-জঙ্গল, ঘরবাড়ি, রাস্তাঘাট, উদ্ভিব, প্রানী, মাটি, পানি ও বায়ু নিয়ে গড়ে উঠছে পরিবেশ। কোন জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদানের সর্বসমেত প্রভাব ও সংগটিত ঘটনা হলো জীবের পরিবেশ। ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বারিমন্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়।

ভূগোল ও পরিবেশর উপাদান সম্পর্কে বিশ্লেষণ-
ভূগোল ও পরিবেশ একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এদের একটি ছাড়া আরেকটি কল্পনা করা প্রায় অসন্ভব। ভূগোল হল পৃথিবীর বিজ্ঞান পৃথিবীপৃষ্ঠে সংঘটিত ব্যবস্থাগুলো কিভাবে কাজ করছে এবং প্রাকৃতিক বিষয় গুলোর সাথে মানুষের কি সম্পর্ক মানুষ কিভাবে তা নিজেদের সাথে মানিয়ে চলছে তার ব্যাখ্যা অন্বেষণেই বের হয়েছে ভূগোল অন্যদিকে মানুষ যেখানে বসবাস করুক না কেন তাকে ঘিরে রয়েছে পারিপার্থিক অবস্থা আমাদের পরিবেশ পরিবেশ যেসব উপাদান দিয়ে গঠিত হয় তার যথোপযুক্ত ব্যাখ্যা এবং আলোচনা করার জন্য রয়েছে ভূগোল। সৃতরাং ভুগোল ও পরিবেশ একই সূত্রে গাঁথা।

আর আমরা যদি ভুগোল বর্ণনা ও গবেষণা কে কাজে লাগিয়ে একটি সুন্দর কাঠামো তৈরি করতে পারি তাহলে আমরা একটি সুন্দর পরিবেশের পৃথিবী তৈরি করতে পারব। ভুগোলের প্রধান আলোচ্য বিষয় হল মানুষ ও পরিবেশ। মানুষ ও পরিবেশের সম্পর্ক নিয়ে ভূগোল চর্চার বয়স অনেক পুরোনো তবে মানুষ ও পরিবেশের সম্পর্ক মানুষের স্থান কোথায় এবং মানুষ পরিবেশের উপর কতটা নির্ভরশীল নাকি মানুষ তার শ্রম ও মেধা তারা পরিবেশকে ব্যবহার উপযোগী করে তুলেছে তা সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই ভুগোল পাঠ করতে হবে। ভুগোলের প্রধান দুটি ধারা প্রাকৃতিক ও মানবিক প্রাকৃতিক ভুগোলের আলোচ্য বিষয়গুলো পৃথকভাবে বিবেচনা করা হলে দেখা যায় যে প্রধান বিষয় হচ্ছে- ভূমি. পানি, বায়ুমণ্ডল প্রাকৃতিক ভুগোলের এই তিনটি বিষয় নিয়ে প্রাকৃতিক পরিবেশ গড়ে উঠেছে ভুমিকা প্রধান হিসেবে বিবেচনা করা হয়। প্রাকৃতিক ভূগোলের পৃথিবীর প্রধান ভুমিরূপ গঠন পরিবেশ ও কাঠামো কিভাবে ভূমিরূপ গড়ে উঠেছে এই সকল ধারণা ভূগোলেই থাকে।

Comments 2